নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নবাগত পুলিশ সুপার হারুন অর রশিদ বলেছেন, আমি নির্বাচন কমিশনারের রুটিন অনুযায়ী কাজ করবো। কোন অন্যায়কারীদের পশ্রয় দিবো না। সেবা দিতে এসেছি, ভালোর সাথে বিরোধ নেই কিন্তু খারাপের কাছে আতঙ্ক। মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিকালে নবাগত পুলিশ সুপার তাঁর কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগীতা চেয়ে বলেন, সাংবাদিক পুলিশ জনগনের বন্ধু। তাই একসাথে কাজ করলে একদিকে একটি সুষ্ঠ নির্বাচন উপহার দিতে পারবো। অপরদিকে মাদক ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠন করতে অগ্রসর হবো। ভুল হলে বলবেন সংশোধনের ব্যবস্থা গ্রহণ করবো। অহেতুক মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে সংবাদ প্রকাশ করবেননা।
সভায় বিভিন্ন প্রশ্নের উত্তরে পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, আমার সাথে কারো বিরোধ নেই। যেখানে কাজ করেছি উচু থেকে নিচু পর্যন্ত সকলের সাথে সম্পর্ক বজায় রেখে কাজ করেছি। সাধারণ মানুষ বলেন আর সাংবাদিক বলেন কাজ করলে বুঝবেন। আমার কাছে কোন ভেদাভেদ নেই। আমি সকলের সাথে কাজ করতে পছন্দ করি।
সবশেষে তিনি নারায়ণগঞ্জ জেলাকে একটি মাদক মুক্ত মডেল জেলা হিসাবে রুপান্তির করতে সকলের সহযোগীতা চেয়ে মতবিনিময় সভাটি শেষ করেন। মতবিনমিয় সভায় জেলার শতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।