সাংবাদিক পুলিশ একসঙ্গে কাজ করলে মাদক নির্মূল সম্ভব : এসপি আনিসুর রহমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার আনিছুর রহমান বলেছেন, সাংবাদিক-পুলিশ জনগণের বন্ধু। তাই একসঙ্গে কাজ করলে সমাজে কোন মাদক ও জঙ্গিবাদ থাকবে না। জঙ্গিবাদ নির্মূলে বিভিন্ন থানা থেকে ফরম বিতরণ করার লক্ষে কাজ করা হচ্ছে। কিন্তু তাতে তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। এতে  সকলের অংশগ্রহণ করছি। রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারে সাথে জেলার সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার আনিসুর রহমান আরো বলেন, মাদক জঙ্গিবাদ নির্মূলে সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় দেশকে মাদক মুক্ত করার লক্ষে নারায়নগঞ্জের প্রত্যেকটি থানায় অভিযান অব্যাহত রয়েছে। তালিকা অনুসারে প্রত্যেক মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ৭টি থানায় ১৫ জন মাদক ব্যবসায়ীর ছবি ছাপানো হয়েছে। ইতি মধ্যেই সোনারগাঁ থানায় ২৫০ জন মাদক ব্যবসায়ীর তালিতা করা হয়েছে। তাদের ধরিয়ে দিতে পারলে পুরস্কারের ঘোষণাও দেয়া হয়েছে।

এর আগে মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ডান্ডিবার্তার সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান বাদল বলেন, তথ্য আদান-প্রদানে পুলিশের সাথে মাঝে মাঝে সমস্যা সৃষ্টি হয়। তথ্যের জন্য জেলার থানা গুলোর সাথে যোগাযোগ করা হলে অনেক সময় পুলিশ ফোন রিসিভ করে না। এমনকি ভুল তথ্যও অনেক সময় প্রদান করে থাকে। ফলে ভুল সংবাদ প্রকাশিত হয়ে যায়।

হাবিবুর রহমান বাদলের বক্তব্যের প্রেক্ষিতে এসপি আনিসুর রহমান বলেন, এ বিষয়ে যাতে কোন সমস্যা না হয় সেজন্য একটি পোর্টাল চালু করা হবে। ঘটনার সাথে সাথেই সাংবাদিকরা যাতে তথ্য পায় সে লক্ষ্যেই ঐ পোর্টাল করা হবে।

দৈনিক যুগান্তর ও বেসরকারি টিভি চ্যানেল ডিবিসির জেলা প্রতিনিধি রাজু আহম্মেদ বলেন, মাদক নির্মূলের লক্ষ্যে পুলিশকে আরো নজরদারী বাড়াতে হবে। জেলায় যেসব স্থান দিয়ে মাদক প্রবেশ করে সে সব স্থান গুলোকে বন্ধ করতে হবে। আর তা সম্ভব হলেই মাদক মুক্ত করা সম্ভব। বেসরকারি টিভি চ্যানেল নিউজ ২৪ ও দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি দিলীপ কুমার মন্ডল বলেন,মাদক সমাজ তথা দেশকে কুলষিত করার প্রথম মাধ্যম। তাই মাদকের বিরুদ্ধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এব্যাপারে আমরা নিউজের মাধ্যমে পুলিশদের সহযোগীতা করে থাকি। পরে তিনি চাষাড়ায় ছিনতাইয়ের তৎপরতা সম্পর্কেও পুলিশ সুপারকে অবগত করেন।

দৈনিক ইয়াদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক তোফাজল হোসেন বলেন, প্রত্যেক ইউনিয়ন পরিষদের সামনে মাদক ব্যবসায়ীদের ছবি টানিয়ে দিলে জনগন বুঝতে পারবে কে মাদক ব্যবসায়ী। ফলে মাদক বিক্রেতাদের গ্রেফতারের ব্যাপারে পুলিশকে জনগন সহযোগীতা করতে পারবে সহযেই। তিনি অভিযোগ করে বলেন, অসহায় মানুষ থানায় গিয়ে তাদের সঠিক বিচার পায়না। থানায় মামলা করতে গেলে পুলিশ কোন কর্ণপাতই করে না। এমনকি মামলাও নিতে চায় না। বিভিন্ন ভাবে হয়রানি করা হয় বলে তিনি পুলিশ সুপারের এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদ সম্মেলনে জেলা প্রেসক্লাবের সেক্রেটারী দিল মোহাম্মদ দিলু, বন্দর প্রেস ক্লাবের সভাপতি কমল খান, আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি শরীফ সুমন, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সেক্রেটারী ও যুগান্তরের প্রতিনিধি হোসেন চিশতি শিপলু, বাংলাদেশ প্রতিদিনের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এমএ শাহীন, সময়ের নারায়ণগঞ্জ সম্পাদক জাবেদ আহম্মেদ জুয়েল, হোসেন, আনন্দ টিভি রিপোর্টার ও নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রকাশক ও সম্পাদক সৈয়দ সিফাত লিংকন, আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি মনজুর আহমেদ অনিক, লাইভ নারায়ণগঞ্জের প্রধান নির্বাহী কামাল হোসেন, বাংলা টিভির হাসান মজুমদার বাবলু, প্রেস নারায়ণগঞ্জের প্রকাশ ফকরুল ইসলাম,  আজকালের খবরের জেলা প্রতিনিধি মামুন সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত