নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জুলাই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। একইসঙ্গে সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসানসহ লেখক, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের ওপর হয়রানিমূলক’ মামলা-গ্রেপ্তারের নিন্দা জানিয়ে এসব মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সোমবার (১৯ মে) গণতান্ত্রিক অধিকার কমিটির পক্ষে এই বিবৃতি দিয়েছেন অধ্যাপক আনু মুহাম্মদ।
বিবৃতিতে বলা হয়, গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের গত ৯ মাসে জুলাই হত্যাকাণ্ডের তদন্তে কার্যকর কোনো অগ্রগতি হয়নি। চিহ্নিত রাঘববোয়ালরা এখনো আইনের আওতার বাইরে, অনেকেই দেশ ছাড়ার সুযোগ পেয়েছেন। দীর্ঘসূত্রিতা ও রহস্যজনক নিষ্ক্রিয়তায় জনগণের ন্যায়বিচারের আশা ভঙ্গ হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, “পরিচিত অপরাধীরা দেশ ছাড়লেও, বরং মিথ্যা গণ মামলায় লেখক, শিল্পী, সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। এরমধ্যে সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসান, অভিনয়শিল্পী ইরেশ যাকের, নুসরাত ফারিয়া মাজহার এবং রাজনৈতিক নেত্রী লাকি আক্তারসহ অনেককে হাস্যকর মিথ্যা মামলায় গ্রেপ্তার বা হয়রানির শিকার হতে হয়েছে। এটি নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবির প্রতি প্রতারণা।”
সংগঠনটি মনে করে, প্রকৃত অপরাধীদের আড়াল করতেই এই গ্রেপ্তার ও হয়রানির পথ নেওয়া হয়েছে, যা ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
বিবৃতিতে অবিলম্বে জুলাই হত্যাকাণ্ডের তদন্ত সম্পন্ন করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা, লেখক-শিল্পী-সাংবাদিকসহ হয়রানির শিকার সকলের নিরাপত্তা নিশ্চিত ও মিথ্যা মামলা প্রত্যাহার, তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত, এবং বিচার প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের ৪ দফা দাবি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি।
সরকারের প্রতি এই বিষয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি।