সাংবাদিকের মামুন এর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : দৈনিক আমার সংবাদের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক ভোরের সমাচার প্রতিদিনের সম্পাদক আব্দল্লাহ আল মামুন এর বিরুদ্বে মানহানী মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিকবৃন্দ। মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ৩টায় নারায়নগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, অপরাধীরা মামলা-হামলা দিয়ে সাংবাদিকদের কলম বন্ধ করতে পারবে না। মিথ্যা মামলা দায়ের করে একজন পেশাদার সাংবাদিককে হয়রানি স্বাধীন গণমাধ্যমের পরিপন্থী। এতে বাক স্বাধীনতা রুদ্ধ হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে। না হলে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো। এইসময় আশরাফ উদ্দিনের সকল অপকর্মের তদন্ত সাপক্ষে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে শহরের বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা৷

উক্ত মানববন্ধনে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, আনন্দ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডটকম এর প্রকাশক ও সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, দৈনিক দেশ এর সিনিয়ির সাংবাদিক আলমগীর, সকাল নারায়নগঞ্জ এর চিফ ফটো সাংবাদিক জামাল তালুকদার, অগ্রবানী প্রতিদিন এর রিপোর্টার সা‌য়েদ আহ‌ম্মেদ সাঈদ, ভোরের সমাচার এর সহ সম্পাদক মো. আরিফ, সিটি নিউজ এর বদরুদ জামান রতন, দৈনিক খবরপত্র এর জেলা প্রতিনিধি মো. মনির হোসেন, দৈনিক অগ্রবানীর চিপ রিপোর্টার আব্দল্লাহ আল মামুন, দৈনিক অগ্নিশিখার আকাশ আল মামুন সহ নরায়নগঞ্জ এর সর্বস্থরের সাংবাদিকবৃন্দ৷

add-content

আরও খবর

পঠিত