সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : আমার সংবাদের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক ভোরের সমাচার প্রতিদিনের সম্পাদক আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানহানীর মামলার প্রতিবাদে সাংবাদিকরা মানববন্ধন করেছে। ৬ জানুয়ারি সোমবার সকাল ১১টায় বন্দরে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক খবরপত্র এর জেলা প্রতিনিধি মনির হোসেন, দৈনিক নারায়ণগঞ্জের আলোর বন্দর প্রতিনিধি শহীদুল ইসলাম শিপু, দৈনিক সোজাসাপটার বন্দর প্রতিনিধি মো: আরিফ, দৈনিক অগ্রবাণী প্রতিদিনর বার্তা সম্পাদক মো: সায়েম, ভোরের কথার বন্দর প্রতিনিধি ডালিম হায়দার, দৈনিক আজকের নীরবাংলার বন্দর প্রতিনিধি ডালিম শিকদার, অনলাইন নিউজ পোর্টাল শিক্ষা তথ্য এর সম্পাদক জি.কে রাসেল, পল্লী টিভি ও দৈনিক ভোরের সমাচার প্রতিদিন এর স্টাফ রিপোর্টার জহিরুল হাসান মিন্টু, দৈনিক লাখো কন্ঠ এর জেলা প্রতিনিধি মো: মামুনুর রশীদ মুন্না, দৈনিক ভোরের সমাচার প্রতিদিন এর স্টাফ রিপোর্টার রাকিব চৌধুরী শিশির, সাংবাদিক জামাল তালুকদার, মাসুদ তালুকদার, রিপন হোসেন, আব্দুল কাইয়ুম, মো: আশিক রাজা, জুয়েল আলী, মিলন বিশ্বাস হৃদয়, রিপন মাহমুদ, মো: বাপ্পী, মনিকা আক্তার, মনি, মো: আশিক প্রমুখ।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, অপরাধীরা মামলা-হামলা দিয়ে সাংবাদিকদের কলম বন্ধ করতে পারবে না। মিথ্যা মামলা দায়ের করে একজন পেশাদার সাংবাদিককে হয়রানি স্বাধীন গণমাধ্যমের পরিপন্থী। এতে বাক স্বাধীনতা রুদ্ধ হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে। না হলে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।

এ সময় সিদ্ধিরগঞ্জ এসও এলাকার চিহ্নিত তেল চোরা কারবারী আশরাফ উদ্দিন অঢেল টাকার মালিক কিভাবে হলো তা খতিয়ে দেখার জন্য সাংবাদিকরা দুদকের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে সাংবাদিকরা পিবিআইয়ের নিকট সুষ্ঠু তদন্তের দাবি জানান।

প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর আবদুল্লাহ আল মামুন সম্পাদিত দৈনিক ভোরের সমাচার প্রতিদিন ও নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কমে সিদ্ধিরগঞ্জ এসও এলাকার চিহ্নিত তেল চোরা কারবারী ও চাঁদাবাজ চোরা আশরাফের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের পরিপ্রেক্ষিতে ঢাকা সিএমএম আদালতে আশরাফ বাদী হয়ে ৫ কোটি টাকার একটি মানহানী মামলা দায়ের করে। যা বর্তমানে রামপুরা পিবিআইতে তদন্তাধীন রয়েছে।

add-content

আরও খবর

পঠিত