নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আনন্দ টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি এবং নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডটকম এর প্রকাশক ও সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকনকে হত্যাচেষ্টা সহ ৩ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলায় আটক আবদুর রহমানকে জামিন ও রিমান্ড না মঞ্জুর করেছে আদালত। বৃহষ্পতিবার (১৬ জানুয়ারি) জুডিাশয়াল মেজিস্ট্র্যাট আদালত এ আবেদন না মঞ্জুর করে।
এর আগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ৩টার দিকে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে সোনারগাঁ যাওয়ার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সৈয়দ সিফাত আল রহমান লিংকন, অগ্রবানী প্রতিদিনের ফটো সাংবাদিক জামাল তালুকদার ও জনতার কাগজের সম্পাদক মিজানুর রহমান মিজান। তবে এ ঘটনায় মূল আসামী সোয়াদ এখনো শহরেই বিচরণ করলেও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।