সাংবাদিকদের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে : নবাগত ডিসি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রিপোর্টার) : সাংবাদিকদের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে মন্তব্য করে নারায়ণগঞ্জের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো.মোস্তাইন বিল্লাহ বলেছেনসাংবাদিকদের অন্তর দিয়ে মূল্যায়ন করতে চাই। মিডিয়ার সকলকে সাথে নিয়ে নারায়ণগঞ্জ এগিয়ে নিয়ে যেতে চাই। আপনাদের সহযোগিতা চাই পজেটিভ নারায়ণগঞ্জ গঠনের জন্য। তথ্য আমরা দিতে চাই। কোনো কারণে ভুলভ্রান্তি থাকলে সেগুলোও শোধরানোর সুযোগ থাকে। সুতরাং অবাধ তথ্য পাবেন। আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে। ১০ জানুয়ারি রবিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসকল কথা ব্যক্ত করেন।

নারায়ণগঞ্জ সারাদেশের মধ্যে বেশ গুরুত্বপূর্ণ একটি জেলা হিসেবে উল্লেখ করে নবাগত ডিসি বলেন, আমি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জবাসীর জন্য কাজ করতে এসেছি। মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা বঙ্গবন্ধুর আদর্শের সাথে আপোস করতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের কাছাকাছি যেন আমরা যেতে পারি। এই জেলা সারাদেশের মধ্যে ঐতিহ্য, অর্থনীতি রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। সবাই মিলে কাজ করলে নারায়ণগঞ্জ একটি মডেল জেলায় রূপান্তরিত হবে।

পরে এসব বিষয়ে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, শুধু হকারমুক্ত নয় দখলমুক্ত করার কথা বলেছেন। আমরা বিষয়ে দেখবো। মাত্র কাজ শুরু করেছি। সব বুঝে তারপর ব্যবস্থা নেবো। পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করবো। পরিবেশ অধিদপ্তরের সাথে সমন্বয়ক করে প্রয়োজনে বিষয়ে শক্ত অবস্থান নেবো। ভ্রাম্যমান আদালতও বৃদ্ধি করা হবে।শিক্ষা প্রতিষ্ঠানের সেশন ফি আদায়ের ক্ষেত্রে নির্দেশনা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সাথে অটিজম বিদ্যালয়ের শিক্ষকদের ট্রেনিং প্রদানের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

এর আগে নবাগত জেলা প্রশাসকের কাছে বিভিন্ন প্রস্তাবনা সমস্যার কথা তুলে ধরেন মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় জাতীয় গণমাধ্যমকর্মীবৃন্দ। তাদের আলোচনায় শহরের ফুটপাতের হকার, অবৈধ স্ট্যান্ড পার্কিং, মাদক ব্যবসা, পরিবেশ দূষণ, অবৈধ ইটভাটা পরিচালনা, চাষাঢ়ায় ফুটওভার ব্রিজ নির্মাণ, ভেজালমুক্ত খাবার নিশ্চিতের বিষয়গুলো উঠে আসে। জেলা প্রশাসনের পক্ষ থেকে অবাধ তথ্য পাওয়ার স্বাধীনতার বিষয়টিও উল্লেখ করেন গণমাধ্যমকর্মীরা। স্থানীয় পাঁচটি অনলাইন নিউজ পোর্টালের ডোমেইন ব্লক করার প্রসঙ্গও উঠে আসে আলোচনায়। অনলাইন নিউজ পোর্টালগুলোর ডোমেইন কেন বন্ধ সেটা আমি জানি না। বিষয়ে আমি খোঁজ নেবো। মতবিনিময় সভায় এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মনিরুজ্জামান বকাউল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) রেবেকা সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক সহ গণমাধ্যমকর্মীবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত