নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় অবস্থিত হযরত শাহ জামে মসজিদের দ্বিতীয় তলার ভবন নির্মাণ কাজের উদ্বোধন কালে ওসি মঞ্জুর কাদের বলেছেন, যারা আল্লাহর ঘর নির্মাণে পরিশ্রম করে তারা পরকালে সুখ শান্তি পুরুস্কার পায়। এ দুনিয়া ক্ষনিকের। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আল্লাহর কাজের জন্য। কিন্তু আমরা আল্লাহর কাজ হুমুক পালন করিনা।
অথচ আল্লাহ আমাদের সময় মতো খাবার দিচ্ছে। হাটা চলার জন্য শক্তি দিচ্ছে। এখন বুজেন আল্লাহ কত মহান, কত দয়ালু আমার সৃস্টিকর্তা। কেউ কাউকে দুদিনের বেশি তিন দিন খাওয়ায় না। অথচ আমার আল্লাহ সবসময় খাওয়াচ্ছে। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া।
শনিবার বিকেল ৩টায় সাংবাদিক আলামিন প্রধানের সার্বিক ব্যবস্থাপনায় নির্মাণকাজের উদ্বোধন শেষে একই এলাকায় অবিস্থিত প্রবীণদের সংঘঠন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান পরিদর্শন করেন ওসি মঞ্জুর কাদের।
এসময় স্থানীয় প্রবীনদের সঙ্গে কিছু সময় কথা বলে তাদের সুবিধা অসুবিধার বিষয়ে খোজ খবর নেন। তখন উপস্থিত ছিলেন সংঘঠনের সভাপতি মোজাম্মেল হক তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অপরদিকে মসজিদের নির্মান কাজের সময় উপস্থিত ছিলেন, শাহেন শাহ হযরত আলী (র:) এর মাজার শরীফের সাধারন সম্পাদক ইসমাইল প্রধান, ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান, পরিদর্শক (আইসিপি) গোলাম মোস্তফা, এসআই দিদারুল আলম, মেহেবুবুল হক টগর, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের নেতা নুর আলম আকন্দ, নূরু মিয়া, কোতালেরবাগ কবরস্থান ও সস্তাপুর ঈদগাহ মাঠ যৌথ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আহম্মদ আলী, ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের সভাপতি সিদ্দিকুর রহমান, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংবাদিক তানভীর হোসাইন, রোমান চৌধুরী সুমন, শাহাদাৎ হোসেন আকাশ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রিয় সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, মাসুদ আলী, মুন্না, মোহাম্মদ আলী, হালিম প্রধান, ইয়াসিন প্রধান, শাহীন হক, মঞ্জুরুল হক সাথী, উজ্জল, রমজান প্রধান, আব্দুস সালাম শাহ্, সাহাবুদ্দিন প্রধান, সালাউদ্দিন প্রধান, সুরুজ ভান্ডারী, শাহীন ভান্ডারী, লাল চাঁন ভান্ডারী, মানিক, আলাউদ্দিন ফকির, সেলিম মিয়া, সোহাগ, মাওলানা উজিউল্লাহ, মাওলানা আব্দুর রহিম, মোয়াজ্জেম ফিরোজ মিয়া, আনোয়ার হোসেন প্রমুখ।