নারায়ণগঞ্জ বার্তা ২৪ (ডেস্ক রিপোর্ট) : করোনাভাইরাস মহামারীর বিস্তার রোধে যখন প্রায় বিশ্বজুড়ে দেশে দেশে লকডাউন দেওয়া হয়েছে তখন বাংলাদেশ সরকার সাধারণ ছুটি ঘোষণা করে সংকটের গভীরতাকে উপেক্ষা করেছে বলে মনে করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এমন কথা বলেন।
তিনি বলেন, সরকার লকডাউন না করে সাধারণ ছুটি ঘোষণা করেছে। তখন তো ছুটির আমেজ আসবে। তখন কেউ কক্সবাজার যায়, কেউ সিলেট যায়, কেউ বাড়ি যায়, কেউ মামার বাড়ি যায়, কেউ নানার বাড়ি যায়। ওই জায়গায়টাতে সরকার সবচেয়ে বড় ভুলটা করেছে। তারা কোনো লকডাউন না করে সাধারণ ছুটি দিয়ে এই সমস্যাটা সৃষ্টি করেছে।
পখরুল বলেন, দেশজুড়ে লকডাউন না দেওয়ার কারণ জানতে চাইলে সাবেক প্রতিমন্ত্রী বলেন, লকডাউন কথাটা প্রত্যেকটি দেশ ব্যবহার করেছে, প্রত্যেকটি সরকার ব্যবহার করেছে। আমাদের সরকার কেন লকডাউন ঘোষণা করলো না সেটা তারা বলতে পারবে। আমি যেটা মনে করি তাদের অভিজ্ঞতার অভাব, তাদের উদাসীনতা। তারা (সরকার) কি এটা বুঝাতে চেয়েছে যে, আমাদের এখানে সমস্যা নেই। আমরা সাধারণ ছুটি দিয়েছি।
তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকাকে বিচ্ছিন্নভাবে লকডাউনের রাখা হলেও এভাবে সংক্রমণ প্রতিরোধ বাস্তসম্মত নয়। আমরা মনে করি, এখানে প্রাথমিকভাবে লকডাউন রেখে যদি সঠিকভাবে প্রয়োগ করা যেত তাহলে সংক্রমণটা অনেক কম হতো। এখন এমন একটা গ্রাম নেই যেখানে আক্রান্ত হয়নি। পরীক্ষা তো নেই, পরীক্ষা হলেই ধরা পড়তো।