সরকার নয়, বাংলাদেশকে অকার্যকর করতে খেলা শুরু হয়েছে : শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রিপোর্টার) : নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন, সরকার পরিবর্তন নয় বরং বাংলাদেশকে অকার্যকর করতে সবচেয়ে বড় খেলা শুরু হয়েছে। দেশে বিদেশে এসব ষড়যন্ত্র হচ্ছে। যা মোকাবেলা করে একজন মানুষ লড়ে যাচ্ছেন। তিনি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতিশিঘ্রই নারায়ণগঞ্জ দেশের সবচেয়ে সুন্দর জায়গা হতে যাচ্ছে। ইতমধ্যে ডিএনডি প্রজেক্ট বাস্তবায়নে সেনাবাহিনী কাজ করছে। পুরো এলাকা হাতিরঝিলের চেয়েও সুন্দর হবে। দেশের সবচেয়ে সুন্দর রাস্তা হবে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড। ইতোমধ্যে টেন্ডার হয়ে গেছে। নারায়ণগঞ্জ তার প্রাপ্যটুকু পাবে । শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ইসদাইর অবস্থিত শামসুজ্জোহা  স্টেডিয়ামে বঙ্গবঙ্গু জন্মশতবার্ষিকী উপলক্ষে মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরে বলেন, আমি রাজনীতিতে চিরস্থায়ী হতে আসি নাই। আমি এই রাজনীতি করি না যে ভবিষ্যৎতে আমার ছেলে-বউ রাজনীতি করবে, এটাও আমি বিশ্বাস করি না। যে উপযুক্ত সে ওই জায়গায় বসবে। সমস্যা হচ্ছে আমার মনে হয় এখন যারা রাজনীতি করে তারা রাজনীতির জন্য করে না তারা অন্য কিছু করে, যা আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি।

উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে শামীম ওসমান বলেন,শিবু মার্কেট, ভূইঘর, জালকুড়ি এখানে আন্ডারপাস, ওভারপাস থাকবে, তল দিয়ে উপর দিয়ে গাড়ি যাবে। পঞ্চবটি থেকে মুক্তারপুর ফ্লাইওভার পর্যন্ত ওখানে আমরা ফ্লাইওভার করছি। আগামী অর্থবছরে কাজ শুরু হবে।

মাস্টার্স ক্রিকেট অব নারায়ণগঞ্জের সভাপতি তানভীর আহমেদ টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো.জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ বিজিবি কমান্ডিং অফিসার লে.কর্ণেল এসএসম মেহেদী হাসান আল আমিন, নারায়ণগঞ্জ র‌্যাব কমান্ডিং অফিসার লে.কর্ণেল খন্দকার সাইফুল ইসলাম, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী, জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়া সংগঠক কুতুবউদ্দিন আকসির, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাহাঙ্গির হোসেন সহ আরো অনেকেই।

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নিয়ে আক্ষেপ করে এমপি শামীম ওসমান বলেন, খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের জন্য খুব কষ্ট করতে হয়েছিল, বাংলাদেশের অন্যতম স্টেডিয়াম এটি। বিভিন্ন দেশের খেলোযাড়রা যখন আসবে তখন সকলেই নারায়ণগঞ্জ নামটা জানবে, এটা আমাদের গর্ব। কিন্তু, ইন্টারন্যাশনাল টিম যখন আসলো এমনভাবে ময়লা ফেলা হলো।ডা লজ্জার বিষয় হয়ে দাড়িয়েছে।তখন আমি বললাম হেলিকপ্টারে করে বিদেশীদের নিয়ে আসো। তখন হেলিকপ্টারে করে মাঠে নামার পরও বিদেশীরা গন্ধটা পেয়ে গেল। এখনও কিন্তু আর নারায়ণগঞ্জে ওইভাবে খেলা হয় না। এজন্য আমি লজ্জিত এবং নারায়ণগঞ্জবাসীর কাছে ক্ষমা প্রার্থী।

উল্লেখ্য, সাবেক জাতীয় ক্রিকেট দলের কয়েকজন খেলায়োড়ের নেতৃত্বে মোট পাঁচটি দলের অংশগ্রহণে দুইটি বিভাগে কাপ পর্বে ও প্লেগ পর্বে দুইটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে জাতীয় ক্রিকেট দলের সাবেক তিন খেলোয়াড় জাহাংগীর আলম, শাহারিয়ার হোসেন বিদ্যুৎ, জুয়েল হোসেন মনা এবং জাতীয় অনূর্ধ ১৯ দলের সাবেক ক্রিকেটার তৌহিদ হোসেন শ্যামল এই টূর্নামেন্টে খেলায় অংশগ্রহণ করে বিভিন্ন দলের নেতৃত্বে দেন।

কাপ পর্বে বিশ ওভারের খেলায় নারায়ণগঞ্জ ওরিয়র্স দলকে ৩২ রানে হারিয়ে জাহাঙ্গীর হোসেন মোল্লা ডাইনামাইটস চ্যাম্পিয়ন হয়েছে। অপরদিকে, প্লেগ পর্বে ১৫ ওভারের খেলায় শীতলক্ষ্যা ভাইকিংসকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নারায়ণগঞ্জ সুপার হিরোস।

কাপ পর্বের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে জাহাঙ্গীর হোসেন মোল্লা ডাইনামাইটস ৬ ইউকেট হারিয়ে ১৭৭ রান করে। জবাবে নারায়ণগঞ্জ ওরিয়স ২০ ওভারে ৭ ইউকেট হারিয়ে ১৫২ রান করলে জাহাঙ্গীর হোসেন মোল্লা ডাইনামাইটস ২৫ রানে জয়লাভ করে। এই  ম্যাচে চ্যাম্পিয়ন দলের রাজন ভূঁইয়া ২৬ বলে ৫০ রান করে ম্যান অব দ্য ম্যান হন।

অপরদিকে, প্লেগ পর্বে ১৫ ওভারের খেলায় শীতলক্ষ্যা ভাইকিংস ৮ উইকেটে ১০৭ রান করে। জবাবে নারায়ণগঞ্জ সুপার হিরোস ৬ ইউকেটে ১০৮ রান তুলে ৪ উইকেটে জয় লাভ করে।

add-content

আরও খবর

পঠিত