সম্মতি পেলে ড্রেজার স্কুলটি পরিচালনা করা যাবে : এমপি সেলিম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্ধ ঘোষণার পর আবার চালু হওয়া শহরের ড্রেজার জুনিয়র হাই স্কুলটি পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালে স্কুলটি পরিদর্শনে যান তিনি। এসময় তিনি বলেন, স্কুলটি একটি মহৎ উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিলো। বন্ধ হওয়ার আগে স্কুলটি একটি সংস্থার মাধ্যমে চলছিলো। আর্থিক সমস্যার কারণে স্কুলটি বন্ধ করে দেয়া হয়েছিলো। আমি এখানে এসেছি মূলত আর্থিক সংকটের কারণে যাতে স্কুলটি বন্ধ না হয়ে যায়।

তিনি আরো বলেন, স্কুলটি কিভাবে, কারা পরিচালনা করবেন এবং তারা এখানে কোন বরাদ্দ করবেন কিনা এসব ব্যাপারে বিস্তারিত জানালে আমরা যৌথসভার মাধ্যমে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো। সকলের সম্মতিটা হলেই স্কুলটি অত্যাধুনিকভাবে পরিচালনা করা যাবে।

এসময় উপস্থিত ছিলেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা, জেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডল, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) কাউন্সিলর জমশের আলী ঝন্টু, কাউন্সিলর শওকত হাশেম শকু, সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না, ড্রেজার জুনিয়র হাইস্কুলের সহকারি শিক্ষক পারভীন আক্তার মালা প্রমুখ ।

add-content

আরও খবর

পঠিত