নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সমষ্টিগত সঞ্চয়ে সমবায়ের মাধ্যমে আত্ম কর্মসংস্থান সৃষ্টি করে যারা ব্যক্তি ও সমাজ উন্নয়নে বিশেষ উদাহরণ সুষ্টি করেছেন, সেই সৃষ্টিশীল সমবায়ী ব্যক্তিদের মূল্যায়নের মাধ্যমে সারা দেশে পালিত হল ৪৭তম জাতীয় সমবায় দিবস। তারই অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা, উপজেলা সমবায়ের উদ্যোগে স্থানীয় ভাবে পালিত হয়েছে ৪৭তম এই জতীয় সমবায় দিবস।
এ উপলক্ষে ২৫ নভেম্বর রবিবার সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা মো. আখিরুল আলমের সার্বিক তত্বাবধানে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। এরপর দিবসটি উদযাপন কর্মসূচী হিসেবে সার্কিট হাউজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনসহ প্রধান অতিথির আসন অলংকৃত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রেজাউল বারী।
নারায়ণগঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লি. এর চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার এবং নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দায়িতরত্ব জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরে আলম এবং বিশেষ অতিথি বিসিক শিল্প মালিক সমবায় সমিতি লি. এর সভাপতি এবং এক্সপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর সহ-সভাপতি মোহাম্মদ হাতেম।
নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ্ মাহমুদ টিটু এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী পরিদর্শক এস কে নাজনীন আরা’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের আলোচনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা মো. আখিরুল আলম। এছাড়া বিভিন্ন সমিতি’র সফল সংগঠক হিসেবে ঐ আলোচনা পর্বে এক এক করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ, ঐক্য সঞ্চয় চাঁদপুর সমবায় সমিতির সম্পাদক ওমর হায়দার, সিদ্ধিরগঞ্জ থানা মুক্তিযোদ্ধা বহুমূখী সমবায় সমিতি লি. এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান ভূঁইয়া জুলহাস, বৃহত্তর কুমিল্লা বহুমূখী সমবায় সমিতি লি. এর সভাপতি মো. মিজানুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা বহুমূখী সমবায় সমিতি লি. এর সভাপতি মো. মনির হোসেন মেজর এবং জালকুড়ি দক্ষিণপাড়া সমবায় সমিতি লি. এর সভাপতি মোসা. আলেয়া বেগম।
এ অনুষ্ঠানে ২০১৬ এবং ১৭ অর্থ বছরে বিভিন্ন ক্যাটাগরীর শ্রেষ্ঠত্ব অর্জনকারী সমিতির প্রধানদের হাতে পুরস্কার হিসেবে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান মেহমান মো. রেজাউল বারী।