সমকাল সুহৃদ সমাবেশ এর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও সরকারি তোলারাম কলেজ সমকাল সুহৃদ সমাবেশ যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জের চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাত র‌্যালী সহকারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন। ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানান।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন লিটন, যুগ্ম সম্পাদক এড. নজরুল ইসলাম, সঞ্জয় দত্ত, অমর রায়, সবুজ চন্দ্র দে, সমকাল নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এম এ খান মিঠু। তা ছাড়া সরকারি তোলারাম কলেজের নব গঠিত কমিটির সভাপতি মো. নিমাদ হোসেন, সাধারণ সম্পাদক মো. সোয়েব হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আদনান এবং মো. জনি, মো. শুভ, মো. ইমন, মো. আজমীর, মো. ফাহাদ, মো. রাফি, মো. মিরাজ, মো. আসিফুর, মো. শাকিল, মো. হিমেল, মো. সাঈফ, মো. পারভেজ, মো. রাব্বি, নুহাদ, আওরিদ, নাঈম, শাহীন সহ অন্যান্যরা।

পুষ্পস্তবক অর্পনের পর নব গঠিত সরকারি তোলারাম কলেজের ৫১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের নিয়ে ১০৫ নং কলেজ রোডস্থ মোজাম্মেল হোসেন লিটনের বাস ভবনে মহান শহীদ দিবসের আলোচনা সভা ও ভাষা শহীদদের আত্মার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

add-content

আরও খবর

পঠিত