সবাই সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব : পারভীন ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : শহরের চাষাঢ়া এলাকায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ আলহাজ্ব নাসিম ওসমানের সহধর্মীনি পারভীন ওসমান। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান দু:স্থ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনি সপ্তাহ ব্যাপী মশক নিধন ও সচেতনতা মূলক প্রচারণা কর্মসূচীর উদ্বোধন করেন। ১০ আগস্ট শনিবার দুপুর ২ টায় চাষাঢ়া শহীদ মিনারের সামনে থেকে তিনি এই কর্মসূচী শুরু করেন। পুরো কার্যক্রমের দিক নির্দেশনায় ছিলেন নাসিম ওসমানের তনয়া আলহাজ্ব আজমেরী ওসমান।

সারাদেশে ডেঙ্গু জ্বরে বেশ কিছু মানুষ মৃত্যু বরণ করেছেন। সরকার ডেঙ্গুর বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন। নারায়ণগঞ্জে ইতিমধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অকালে ঝরে পড়েছে বেশ কিছু প্রাণ। শনিবার শহরের চাষাঢ়া শহীদ মিনারের পাশ থেকে সপ্তাহ ব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের সহধর্মীনি পারভীন ওসমান। এ সময় তিনি জনসচেতনতার জন্য ডেঙ্গু বিরোধী লিফলেট বিতরণ করেন। এছাড়াও ফগার মেশিনের মাধ্যমে শহরের চাষাঢ়া, কলেজ রোড ও গলাচিপা এলাকায় বিভিন্ন গলিতে মশক নিধনের ঔষধ ছিটিয়ে দেন। এসময় শতাধিক স্বেচ্ছাসেবকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

কার্যক্রমের শুরুতে পারভীন ওসমান সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ডেঙ্গু রোগের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। জনগনকে নিজ বাড়ির আশপাশ পরিস্কার পরিচ্ছন্নের দিকেও বিশেষ নজর দিতে হবে। যেখানে সেখানে যাতে পানি জমে না থাকে সে বিষয়গুলোর দিকেও সবাইকে খেয়াল করতে হবে। আলহাজ্ব নাসিম ওসমান দু:স্থ কল্যাণ ফাউন্ডেশন সব সময় ভাল কাজে পাশে থাকবে।

মশক নিধনের কার্যক্রম উদ্বোধনের পর পারভীন ওসমান শহরের বিভিন্ন এলাকায় জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন। নাসিম ওসমান তনয়া আলহাজ্ব আজমেরী ওসমান পুরো কার্যক্রমের তত্বাবধানে ছিলেন।

এ সময় নাসিম ওসমান স্মৃতি ও দুস্থ জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র সমাজের আহবায়ক শাহাদাত হোসেন রূপু , মহানগর ছাত্র সমাজের আহবায়ক শাহ আলম সবুজ, সুমন, নাদভী আহম্মেদ রুন, সুরুজ্জামান আল্লান, সহ অন্যান্য নেতা- কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত