নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, আমি খুবই আনন্দিত যেখানে নারীদের অধিকার আদায়ে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন আমি ও গর্বিত নারী উদ্যোক্তাদের আজকের অনুষ্ঠানে সামীল হতে পেরে। ১২ জানুয়ারি শনিবার নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন জেলা প্রশাসক কনফারেন্স কক্ষে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগামী ১০ বছর পর বাংলাদেশের অর্থনীতি মেয়েদের ওপর দাঁড়িয়ে থাকবে। মাদক যে ভাবে যুব সমাজকে ধ্বংস করছে তারা যদি এ থেকে বিতাড়িত না হয়, কোনো ক্ষেত্রে মাদকের কারনে যুব সমাজ ক্ষতিগ্রস্ত হয় , এই উন্নয়নের বাংলাদেশের হাল নারীদের সামনে রেখে এগিয়ে যাবে মাননীয় প্রধানমন্ত্রী হাত ধরে। ভিশন ২০৪১ বাস্তবায়ন প্রধানমন্ত্রী উন্নয়নের মহা সড়কে অগ্রণী ভূমিকা পালন করছেন।
নতুন উদ্যোক্তাদের লক্ষে জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, একটি সুন্দর পরিবেশ মনকে সুন্দর করে। আপনারা যে বিউটিফিকেশন এন্ড বিউটি পার্লার ম্যানেজমেন্ট প্রশিক্ষণ করেছেন আপনাদের মুখ দেখেই তা বুঝা যায়। আপনারা যতটুকু প্রশিক্ষণ নিয়েছেন তাতে নিজেকে মিশিয়ে রাখতে পারলে বেশী বেশী প্রাকটিস করলে অর্জিত জ্ঞান দিয়ে কর্মসংস্থান ব্যবস্থা করতে পারবেন।
সরকারি বরাদ্দ ক্ষেত্রে তিনি বলেন, সরকার ৬৪ জেলায় বিভিন্ন খাতেই বরাদ্দ দিয়ে থাকে, আর সেই বরাদ্দ পেতে সুসম্পর্ক আর পরিশ্রম দিয়ে কার্যসম্পাদন করতে হয় বলে পরামর্শ দেন।
তিনি আরো বলেন, এই পৃথিবীতে যদি বিকশিত হতে হয় সৃষ্টি কর্তার উপর শতভাগ আনুগত্য হতে হবে এবং পিতা মাতাকে সম্মান করতে হবে তবেই আমাদের সাফল্য অর্জন আশির্বাদ থাকবে। ব্যবসা দুটি দিক রয়েছে সততা ও পরিশ্রমের কোনো বিকল্প নেই। পৃথিবীতে সফল হতে হলে আগে একজন ভালো মানুষ হতে হবে আর ভালো মানুষই ইহ পরকালে শান্তি নিহিত।
জেলা প্রশাসক বলেন, এই পৃথিবীতে কোনো মানুষই শতভাগ সুখি নয়, নিজের দূর্বলতা কারো কাছে শেয়ার না করে, হাসি মুখে ব্যথা অন্তরে ধারণ করে পরিশ্রম আর চেষ্টার মাধ্যমে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান করেন । অনুষ্ঠানে ৩০ জন মহিলা উদ্যোক্তাদের সনদ প্রধান করেন সাগুফতা সুলতানার সভাপতিত্বে জেলা প্রশাসক।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নতুন প্রজন্মের উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন এর চেয়ারম্যান সাগুফতা সুলতানা, বিভাগীয় প্রধান উপদেষ্টা আহমেদ আলী শাহ্, নারায়ণগঞ্জ জেলা উপদেষ্টা ইঞ্জিনিয়ার শওকত জুয়েল, নারায়ণগঞ্জ জেলা উন্নয়ন ফাউন্ডেশন এর সভাপতি শিরিন শওকত, লোনা প্রমুখ।