সন্ধি সামাজিক সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদ দাতা ) : সন্ধি সামাজিক সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ন হয়েছে। গত ২৫শে জানুয়ারি শনিবার নারায়ণগঞ্জ সিটি কর্পোশনের পশ্বিম দেওভোগস্থ সন্ধি  সামাজিক সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ভোট গ্রহন শুরু হয় বিকালে চলে টানা রাত ৯টা পর্যন্ত ।

ব্যাপক উৎসাহ ও উদ্দিপনায় মধ্যে দিয়ে সামাজিক সংগঠনের কমিটি গঠন কল্পে প্রথম নির্বাচনের মাধ্যম হওয়ায় এসময় সকলের মাঝে ছিল উৎসাহ মোট ৮০জন ভোটারের মধ্যে ৭২ জন ভোট দেন । এসময় নির্বাচন কমিশন এর দায়িত্বে ছিলেন খান মাহাবুব বাবু, আবু তাহের শামীম, সরকার আলম ও সোহেল প্রধান। এ ছাড়াও এসময় সহযোগিতা করেন সাবেক হোসিয়ারী এসোসিয়েশনের সাধারন সম্পাদক দুলাল মল্লিক হোসিয়ারী এসোসিয়েশনের পরিচালক সামছুল হক।

নির্বাচিত সন্ধি সামাজিক সংগঠনের সভাপতি নুর উদ্দিন সাগর, সিনিয়র সহ-সভাপতি শাহীন হোসেন সরকার, ইকবাল বেপারী, সালাউদ্দিন মিয়া, মমিনুল ইসলাম, সাধারন সম্পাদক মাসুদুর রহমান সহ সাধারন সম্পাদক সুমন রায় শামীম হোসেন সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক ফরিদ হাওলাদার সুমন বেপারী সমাজ কল্যান সম্পাদক রাশেদুল ইসলাম রাব্বি কোষাদক্ষ আবুল কালাম সহ বোরহান উদ্দিন দপ্তর সম্পাদক শংকর দাস প্রচার সম্পাদক টুটুল চন্দ্র দাস ক্রিয়া সম্পাদক অভি চৌধুরী সাংস্কৃতিক সম্পাদক মোঃ কবির হোসেন। এসময় নির্বাচন কমিশন ফলাফল ঘোষনা করার পর পরাজিতরা বিজয়ীদের ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান ।

এদিকে সভাপতি পদে নির্বাচিত হওয়ায় নুর উদ্দিন সাগর নির্বাচন কমিশনার সকলকে সহ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমার উপরের দেয়া দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি এজন্য সকলের সহযোগিতা ও দোয়া চাই।

তাছাড়াও এসময় নির্বাচিতদের বি কে এমই এর পরিচালক ও হোসিয়ারী এসোসিয়েশনের পরিচালক মোঃ কবির হোসেন গনতান্ত্রিক পহ্নায় নির্বাচিত কমিটির সভাপতি সহ নির্বাচিতদের সকলকে অভিনন্দন জানান।

add-content

আরও খবর

পঠিত