নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : সন্ত্রাসী হামলায় আহত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফর রহমানের সন্তান ও সাংবাদিক লিংকন কে দেখতে গেলেন নাসিক ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর যুবদল সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। শুক্রবার (১৭ জানুয়ারী) সন্ধ্যায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট, খানপুর হাসপাতালে শয্যা পাশে এসে তাদের খোঁজখবর নেন তিনি।
এসময় তিনি এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। এছাড়াও হামলাকারী চিহ্নিত সন্ত্রাসী সোয়াদকে অবিলম্বে গ্রেফতার দাবি করেন।
তিনি আরো বলেন, আমার নিজ ওয়ার্ডের বাসিন্দার উপর এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দ্রুত এ সন্ত্রাসীকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেয়া না হলে, ভবিষ্যতে অন্য কারো সাথে এমন কান্ডে হত্যা সংগঠিত হতে পারে। সাংবাদিকরা জাতির বিবেক তাদের উপর হামলা মানে জাতির উপর হামলা।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সহ সভাপতি নাজমুল কবীর নাহিদ, সহ সভাপতি মজিব সরকার, সহ সভাপতি রিটন দে,গণ শিক্ষা সম্পাদক আওয়াদ হোসেন ও যুবদল নেতা মহিউদ্দিন মুন প্রমুখ।
উল্লেখ্য, মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ৩টার দিকে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে সোনারগাঁ যাওয়ার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন আনন্দ টিভি’র নারায়ণগঞ্জ প্রতিনিধি ও নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, সাংবাদিক জামাল তালুকদার ও মিজান। তবে এ ঘটনায় মূল আসামী সোয়াদ এখনো শহরেই বিচরণ করলেও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।