নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লার কুতুবপুরের দুর্ধর্ষ সন্ত্রাসী মীর হোসেন মীরুর বিরুদ্ধে পুলিশের রিমান্ড আবেদন না মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৭ জানুয়ারি) সকালে সন্ত্রাসী মীরুকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মিল্টন হোসেনের আদালতে আনা হয়। এসময় আদালতে ৭দিনের রিমান্ড মঞ্জুর করে পুলিশ। আদালত রিমান্ড নামঞ্জুর করে সন্ত্রাসী মীরুকে কারাগারে প্রেরণ করেন।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি তাকে হামলা ও চাঁদাবাজির মামলায় আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সন্ত্রাসী মীরুর বিরুদ্ধে একাধিক আলোচিত হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজী, হত্যার চেষ্টা এবং ভূমিদস্যুতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সর্বশেষ গত ১৯ জানুয়ারি ফতুল্লা মডেল থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।