সন্তানের উচিত অন্যায় পরিহার করে মাদকমুক্ত দেশ গড়া : শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪  ( নিজস্ব সংবাদ দাতা ) : কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের এর উদ্যোগে পথ সভাও উঠান অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকালে শামীম ওসমান বলেন, যে সন্তান তাঁর মা বাবার প্রতি সম্মান দেখায় সেই সন্তানদের প্রতি উপর আল্লাহর বর্ষিত হয়। পিতা-মাতা হলো মাথার মুকুট সেই মুকুট যার নাই সে জানে সে কি হারিয়েছে। তাই সে সন্তানের উচিত মায়ের আদর্শে এই দেশ কে ভালোবেসে অন্যায় পরিহার করে মাদকমুক্ত দেশ গড়া। ১লা ডিসেম্বর শনিবার কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের এর উদ্যোগে পথসভাও উঠান বৈঠকে এসব বলেন।

তিনি আরো বলেন, মাদক সমাজ ও জাতিকে ধ্বংস করে সেই ধংসের গ্রাস থেকে যুব সমাজকে বিরত থাকার আহবান করে বলেন, আজকের যুবক আগামী দিনের প্রধানমন্ত্রী তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে।

পথ সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিমুদ্দিন, মহানগর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি সাহাদাত হোসেন সাজনু, এডভোকেট রবিউল আমিন রনি, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ এর সাবেক সভাপতি ও জেলা আওয়ামী যুবলীগ নেতা এহসানুল হাসান নিপু, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগের জুয়েল হোসেন ও প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত