সদর উপজেলার ভোট ইভিএমে

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন করার প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচনে ভোটাররা ইভিএম এ ভোট দিতে পারবেন।

সোমবার (১৪ জানুয়ারি) বৈঠক শেষে সাংবাদিকদের ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলাগুলোর ভোট গ্রহণে ইভিএম ব্যবহার করা হবে। মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে বিভাগ অনুযায়ী ভোটগ্রহণ করা হবে। বিভাগ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে আমরা সব তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। আশা করছি, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিস্তারিত তফসিল ঘোষণা করতে পারবো।

প্রসঙ্গত, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা মিলে নারায়ণগঞ্জ সদর উপজেলা। এই উপজেলায় মোট ভোটার প্রায় সাড়ে ৮ লাখ। শেষ ২০০৯ সালে এই উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে বিএনপির সহ সভাপতি আবুল কালাম আজাদ বিশ্বাস চেয়ারম্যান নির্বাচনত হয়েছিলেন। এরপর মামলার জটিলতার কারণে এই উপজেলায় আর নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নির্বাচন না হবার কারণে আবুল কালাম আজাদ বিশ্বাস চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করে আসছেন।

add-content

আরও খবর

পঠিত