নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে প্রথম প্রহরে নগরীর প্রাণ চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সহ মুক্তিযোদ্ধার সন্তানদের বিভিন্ন সংগঠন ।
এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও স্বাধীনতা পদকে (মরোণত্তর) ভূষিত প্রয়াত একেএম শামসুজ্জোহার ৩২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেন মুক্তিযোদ্ধার সন্তানরা।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, আমরা মুক্তিযোদ্ধার সন্তান ও যুব কমান্ড এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলামিন প্রধান, নুর আলম আকন্দ, মো. সাইমুন ইসলাম, সৈয়দ সিফাত আল রহমান লিংকন, শাহ মোহাম্মদ মাহিনুর সানী, কামরুল হাসান, আক্তার হোসেন, হেলাল, জুয়েল দাস, মাহবুবুর রহমান, শাহ নেওয়াজ সবুজ, মাওলানা উজিউল্লাহ, সোহাগ মিয়া, শাহজাহান, লোকমান, শফিকুল ইসলাম আরজু, এ্যাড: তৌফিক হাসান আপেল, এ্যাড. আসাদুজ্জামান লিটন, শহিদুল্লাহ গাজি, তাসলিমা আক্তার প্রমুখ।