নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আনন্দধাম বাবুরাইল ১৬নং ওয়ার্ড এর অভিষেক আয়োজন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে । ১২ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬টায় শহরের বাবুরাইল আমবাগান এলাকার মুন্সিবাড়ীস্থ নুর কমিউনিটি সেন্টারে এ অভিষেক আয়োজন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
আনন্দধাম বাবুরাইল ১৬নং ওয়ার্ড এর সভাপতি ইমরান মোস্তফার সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শাহ্ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল এসোসিয়েশন অব ইউনেস্কো ক্লাবস্ ইন বাংলাদেশের মহাসচিব জনাব মাহবুব উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সভাপতি রোটারিয়ান তাজিমুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আজিজুল ইসলাম বাবু, কেন্দ্রীয় কমিটির রোটারিয়ান ডা: তাবাসসুম, রুপগঞ্জ উপজেলার সভাপতি ডা: মুনতাসির মামুন ও প্রমুখ।
প্রধান অতিথি এ সময় নতুন কমিটির প্রতি আনন্দধাম একটি কল্যাণমূখী সেচ্ছাসেবী সংগঠন এবং অনুপ্রেরণা মূলক বক্তব্য পেশ করেন। ও যে কোন সমস্যা সম্মিলিত ভাবে সমাধানের আশ্বাস প্রদান করেন । এর আগে তিনি ফিতা কেটে কমিটির অভিষেক ঘোষণা করেন। এছাড়াও অনুষ্ঠানের প্রধান অতিথিকে ছবি উপহার দেন ওয়ার্ড সভাপতি ইমরান মোস্তফা।