ষড়যন্ত্রের কারনে ডেবিডকে হারিয়েছি : খোরশেদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মমিনউল্লাহ ডেবিডের ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জেয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।

রবিবার (২৪ নভেম্বর) বাদ আসর নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদে, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রশিদুর রহমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের শতাধিক নেতাকর্মী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্তানে ডেবিডের কবর জেয়ারত ও দোয়া করেন।

দোয়া ও কবর জেয়ারত শেষে মমিনউল্লাহ ডেবিডের স্মৃতিচারন করে মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, মমিনউল্লাহ ডেবিড ছিলেন সময়ের সাহসী সন্তান। জাতীয়তাবাদী আদর্শের অগ্নিমশাল। নিজ দলের দুই একজন ষড়যন্ত্রকারীর কারণে অসময়ে ডেবিডকে আমরা হারিয়েছি। কোন ষড়যন্ত্রই যেন আর কোন ভাইকে কেড়ে নিতে না পারে সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

খোরশেদ আরো বলেন, বর্তমানে মিড নাইট সরকারে ঘুনে ধরেছে। মদ, জুয়া, খুন, গুম, দূর্নীতিতে সরকার আষ্টেপৃষ্টে আটকে গেছে। গণ বিষ্ফোরনে সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। গনতন্ত্র রক্ষায় ৭৫ বছর বয়সে খালেদা জিয়ার কারাবাস তাকে সারা বিশ্বে গনতন্ত্র রক্ষার আন্দোলনে পৃথিবীতে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

তিনি অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবী করে বলেন, খালেদা জিয়ার মুক্তির মাধ্যমেই বাংলাদেশকে জালিম মুক্ত করা হবে।

add-content

আরও খবর

পঠিত