শ্র‌মিকরা বাংলা‌দে‌শের উন্নয়‌নে চা‌বিকা‌ঠি : আজ‌মেরী ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জশনে জুলুস ঈদ-এ মিলাদুন্নবী (দ;) উপল‌ক্ষে মিলাদ ও দোয়া অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। ২৬ ন‌ভেম্বর বৃহস্পতিবার সকাল নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলরী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এর উ‌দ্যো‌গে পঞ্চব‌টি সিটি ট্রাক টার্মিনালে এ আয়োজন করা হয়। এছাড়াও দোয়া শে‌ষে ট্রাক শ্রমিকসহ সক‌লের মাঝে খিচুরি বিতরণ করা হ‌য়ে‌ছে।

এ‌তে প্রধান অতিথি হি‌সে‌বে অংশ নেন, সংগঠন‌টির প্রধান উপদেষ্টা আজমেরী ওসমান ও বিশেষ অতিথি না‌সিম ওসমান স্মৃ‌তি দু:স্থ ও জনকল্যান ফাউ‌ন্ডেশ‌নের সভাপ‌তি ত‌রিকুল ইসলাম লিমন।

এর আ‌গে সং‌ক্ষিপ্ত আ‌লোচনায় আজ‌মেরী ওসমান ব‌লেন, শ্র‌মিকরা বাংলাদে‌শের অর্থ‌নৈ‌তিক উন্নয়‌নের চা‌বি কা‌ঠি। তারা ক‌ঠোর শ্রম দি‌য়ে আমা‌দের সোনার বাংলা দেশ গড়ার প্রত্যয়‌কে আ‌রো এ‌গি‌য়ে নি‌চ্ছে। শ্র‌মিক‌দের ভা‌লো মন্দ দেখা আপনাদের দা‌য়িত্ব। ত‌বে কোথাও যেন কা‌রো নাম ব্যবহার ক‌রে কোন অপরাধ ও সন্ত্রাসী কার্যকলাপ না হয়।

এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন, সংগঠ‌নের সাধারণ সম্পাদক বজলুর রহমান রিপন, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আনু, সহ সভাপতি মজিবর, সহ সম্পাদক বকুল, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম পলাশ, দপ্তর সম্পাদক এনায়েত, সাংগঠনিক সম্পাদক মামুন সহ অন্যান্যরা।

add-content

আরও খবর

পঠিত