নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : শারদীয় দূর্গোৎসব উপলক্ষে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির আয়োজনে পূজা মন্ডপ পরিদর্শন করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারীক ও সেকেন্ড ইন কমান্ড এডিশনাল ডিরেক্টর এসপিপি এসপি মেজর এসএম হাবিব ইবনে জাহান।
৭ অক্টোবর সোমবার রাতে ফতুল্লার বারৈভোগ এলাকায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফতুল্লা থানার সভাপতি ও রাধাকৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডলের সঞ্চালনায় এক ধর্মভিত্তিক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, ৭নং ওয়ার্ড মেম্বার মীর মোঃ জাকারিয়া জাকির, মতিউর রহমান প্রধান, মহিলা মেম্বার রোজিনা আক্তার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফতুল্লা থানার সাধারণ সম্পাদক অরুন দে, প্রদীপ মন্ডল প্রমুখ নেতৃবৃন্দ।