নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লাস্থ শিবু মার্কেটে অবস্থিত সাকুরা ডাইং এন্ড গার্মেন্টস লিঃ এর গত রোববার থেকে শুরু হওয়া শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতি নিরসনের জন্য বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান, এমপি ২৫ জুন সোমবার সরেজমিনে উক্ত নীট গার্মেন্টসটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কারখানার উচ্চ ও মধ্যম পর্যায়ের কর্মকর্তা এবং শ্রমিকদের সাথে পুরো পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেন।
আলোচনাকালে তিনি উক্ত কারখানার মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের শ্রমিক ব্যবস্থাপনা বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে ত্রুটি খুঁজে পান এবং উক্ত দোষী মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের তৎক্ষনাত পুলিশের হাতে সোপর্দ করেন। এছাড়াও সাকুরা ডাইং এন্ড গার্মেন্টস লিঃ এর কিছু শ্রমিক আহত হয়ে থানায় অবস্থান করছেন জানতে পেরে বিকেএমইএ সভাপতি তৎক্ষনাত ফতুল্লা থানা পরিদর্শনে যান। সেখানে তিনি আহত শ্রমিকসহ উপস্থিত আরো শ্রমিকদের সাথে উক্ত বিষয়ে কথা বলেন এবং আহত শ্রমিকদের চিকিৎসার জন্য তাঁর ব্যক্তিগত তহবিল থেকে অনুদান দেন।
এরপর সাকুরা ডাইং এন্ড গার্মেন্টস লিঃ এর চেয়ারম্যান সেখানে উপস্থিত হলে, বিকেএমইএ সভাপতি মহোদয় উপস্থিত পুলিশ, শিল্প পুলিশ, শ্রমিক সকলের সামনে পুরো ঘটনাটি তদন্ত করে আগামী বৃহস্পতিবার ২৮ জুন ১৮ তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য সাকুরা ডাইং এন্ড গার্মেন্টস লিঃ এর চেয়ারম্যানকে নির্দেশ দেন। উল্লেখ্য তদন্ত প্রতিবেদনে ঘটনাটির সূত্রপাত কি কারনে হয়েছে, কোথা থেকে হয়েছে, কারা কারা এর সাথে জড়িত ইত্যাদি পুঙ্খানুপঙ্খভাবে লিপিবদ্ধ করার জন্য তিনি নির্দেশ দেন।
সাকুরা ডাইং এন্ড গার্মেন্টস লিঃ এর চেয়ারম্যান দেশের বাইরে থাকলেও একেএম সেলিম ওসমান, এমপি মহোদয়ের নির্দেশে সাড়া দিয়ে দেশে ফিরে এসে তার কারখানার শ্রম বিশৃঙাখল পরিস্থিতি নিয়ন্ত্রনে কাজ করার অঙ্গীকার করেছেন। বিকেএমইএ সভাপতি মহোদয় শ্রমিকদের আশ্বাস দিয়ে বলেন, যে সমস্ত শ্রমিক নির্দোষ প্রমানিত হলে, তারা পুনরায় চাকুরিতে যোগদান করবে এবং যারা দোষী প্রমানিত হলে তাদের বিরুদ্ধে শ্রম আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তাই একেএম সেলিম ওসমান, এমপি আগামী বৃহস্পতিবার ২৮ জুন ১৮ পর্যন্ত শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলকে ধৈয্য ধারন করার এবং শান্ত থাকার আহবান জানিয়েছেন। কোন অবস্থাতেই কোন শ্রম বিশৃঙ্খল পরিস্থিতি যেন না ঘটে, সেজন্য শ্রমিকদের কাছে তিনি অনুরোধ করেন। একইসাথে তিনি সাকুরা ডাইং এন্ড গার্মেন্টস লিঃ এর শ্রমিকদের চলমান পরিস্থিতি থেকে উত্তরণ এবং সমস্যা সুন্দরভাবে নিরসনকল্পে কোন বহিরাগত শ্রমিক বা শ্রমিক নয় এমন কোন প্রতিনিধির কাছে না যাওয়ার পরামর্শ দেন। প্রয়োজনে উক্ত বেঁধে দেওয়া সময়ের মধ্যে শ্রমিকদের কোন দাবি-দাওয়া থাকলে তা লিখিতভাবে বিকেএমইএকে অবহিত করার জন্য নির্দেশ দেন।
উল্লেখ্য যে, উক্ত শ্রম অসন্তোষ নিয়ন্ত্রনে চমৎকার ভূমিকা পালন করার জন্য বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান, এমপি নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক, শিল্প পুলিশ এর ভারপ্রাপ্ত পরিচালক ইলতুৎ মিশ, অতিরিক্ত পুলিশ সুপার সরফুদ্দিন আহমেদ এবং ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদেরসহ অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মূলত তাদের সহযোগিতা এবং সময়োপযোগী পদক্ষেপের কারনেই উক্ত শ্রম-বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা সম্ভবপর হয়েছে।