নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ইউনাইটেড গার্মেন্টস ওয়ার্কাস পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক বিপ্লব আহমেদ রাজু বলেছেন, সরকারের এমন কোন দপ্তর নেই যে আমরা চিঠি দেইনি। কিন্তু আমরা এর কোন সুফল পাইনি। আমরা শ্রমিকরা নিয়মত্রান্ত্রিক আন্দোলন করে যাচ্ছি। আপনারা কি চান শহরে কোন বিশৃঙ্খলা হোক? শ্রমিকরা বিশৃঙ্খলা পছন্দ করে না। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করে আমাদের দাবী আদায় করতে চাই। মে দিবসে আমাদের পুলিশ সুপার বলেছেন সব সময় শ্রমিকদের পাশে থাকবেন। তাই এসপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি।
সোমবার (৬ মে) সকালে পাওনাদি আদায়ের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে প্যারাডাইজ কেবলস লি. এর শ্রমিকরা । নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশে তিনি এসব কথা বলেন। পরে শহরে একটি বিক্ষোভ মিছিল করে বিভাগীয় শ্রম দপ্তর, নারায়ণগঞ্জ কার্যালয় ঘেরাও করে। এসময় শ্রমিকরা ৫ মাসের বকেয়া বেতন, ২ বছরের ওভারটাইম ও বাৎসরিক ছুটির টাকাসহ অন্যান্য ভাতা প্রদানের দাবী জানায়।
তিনি আরো বলেন, দীর্ঘদিন যাবৎ ওভারটাইম, বাৎসরিক ছুটি ও বকেয়া বেতন আটকে রাখা হয়েছে। আগামীকাল রোজা, আজকে আমাদেরকে এখানে এসে দাড়ানোর কথা না। আমাদের বাসায় রোজার কোন বাজার নেই। আজ আমরা না খেয়ে থাকবো কেন?
তিনি বলেন, শ্ররমিকদের প্রিয় নেতা কাউসার আহমেদ পলাশ ভাইয়ের নেতৃত্বে শান্তিপূর্ণ আন্দোলন করছি। তিনি সব সময় শ্রমিকদের পাশে থাকেন। ভালো কাজের উদ্যোগ নেন। শ্রমিকদের দাবী আদায়ের জন্য কাজ করে থাকেন। তিনি বলেছেন কোন সমস্যা হলে জ্বালাও-পোড়াও, ভাঙচুর নয়। প্রয়োজনে শান্তিপূর্ণ আন্দোলন করে প্রশাসন ও কলকারকানা পরিদর্শকের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে। কিন্তু আমাদের মালিক এখন কোথায় আছেন জানি না।
ইউনাইটেড গার্মেন্টস ওয়ার্কাস পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক বিপ্লব আহমেদ রাজুর সভাপতিত্বে অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ এসময় বক্তব্য রাখেন।
এরপর শহরের চাষাঢ়া সলিমুল্লাহ রোডস্থ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রানলয় শ্রম অদিপ্তরের পরিচালক ও রেজিষ্টার অব ট্রেড ইউনিয়ন এর কার্যালয় ঘেরাও করে। ওইসময় শ্রমিকরা তাদের দাবী আদায়ের জন্য বিভিন্ন স্লোগান দিতে থাকেন ও বেশকিছুক্ষণ সেখানে তারা অবস্থান নেন।