নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন (রেজি. নং-ডি ১০১৬) এর প্রধান কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮ টায় চাষাড়াস্থ বালুর মাঠ এলাকাস্থ কার্যালয় সংলগ্ন এ আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ দোকান কর্মচারী ইউনিয়ন এর সভাপতি মো. মোজাম্মেল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমান এর পুত্র আজমেরী ওসমান।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, আপনারা কাউকে কোন প্রকার চাঁদা দিবেন না, র্নিভয়ে ব্যবসা করবেন। যদি কেউ চাঁদা দাবী করে তাহলে তাকে আটক করে আইনের হাতে সোর্পদ করবেন। মালিক ও শ্রমিক পরস্পর সমঝোতার মাধ্যমে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবেন। সরকারী নীতিমালা ও শ্রম আইন মেনে আপনারা ব্যবসা পরিচালনা করবেন। পণ্য ক্রয় করতে এসে যেন কোন ক্রেতা হয়রানির শিকার না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। আপনাদের সকল শ্রমজীবী মানুষের জন্য আমি আপনাদের পাশে আছি। আগামীতেও থাকবো, তার জন্য সকলে আমার পরিবারের জন্য দোয়া করবেন।
মোজাম্মেল হোসেন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি দু:স্থ্য ও জনকল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি তরিকুল ইসলাম লিমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মো. আরিফ দিপু সংগঠনের সাধারণ সম্পাদক তুলসি ঘোষ, মহীলা নেত্রী শারমিন ইসলাম, জেলা ছাত্র সমাজের সভাপতি শাহাদাত হোসেন রুপু, মহানগরের সভাপতি শাহআলম সবুজ, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মোস্তফা ভান্ডারি, মো. দেলোয়ার হোসেন, মোস্তফা মিয়া, মামুন খান, রাশেদা, লিয়াকত হোসেন বেপারী, মো. নিজাম প্রমুখ।