নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রিফাত ) : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৩ নং ওর্য়াড আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান এর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট শনিবার রাতে আল্লামা ইকবাল রোড এলাকায় এ আয়োজন করা হয়।
দোয়ায় এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ এর নেতা আবুল কালাম আজাদ, মো.দ্বীন ইসলাম ইমরান, মো.সিদ্দুকুর রহমান, মো.তাইজুল ইসলাম জুয়েল, মো.হযরত আলী ও প্রমুখ।
দোয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করে দোয়া এবং নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ একে.এম নাসিম ওসমান এর আত্মার শান্তি কামনা এবং একে.এম সেলিম ওসমান ও একে.এম শামীম ওসমান সহ ওসমান পরিবারের সকল সদস্যদের জন্য বিশেষ দোয়া করা হয়। এ সময় দোয়া পরিচালনা করেন আল্লামা ইকবাল রোড জামে মসজিদের মোয়াজ্জিন হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহ।