নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নাসিম ওসমান দুঃস্থ ও জনকল্যাণ ফাউন্ডেশন উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট শনিবার বিকালে শহরের আল্লামা ইকবাল রোডের আজমেরী ওসমানের নিজ বাসভবনে বিশেষ এই দোয়ার আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আলহাজ্ব নাসিম ওসমান দুঃস্থ ও জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মোস্তফা ভান্ডারি, নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক তুলসী ঘোষ প্রমুখ। এ সময় দোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের স্মরনে বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, আলহাজ্ব নাসিম ওসমান দুঃস্থ ও জনকল্যাণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান এবং প্রধান উপদেষ্টা একেএম নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমান।