শেখ হাসিনা আপনাদের নাতী পুতিদের নিয়েও ভাবেন : আইন মন্ত্রী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : আইন মন্ত্রী আনিসুল  হক বলেছেন, পদ্মা সেতু কাজ চলছে। ছিট মহল, সমুদ্র আমাদের আওতায় এনেছি। স্যাটেলাইট উৎক্ষেপন করেছি। এর সব কিছুই বঙ্গবন্ধুর সপ্ন ছিলো। তিনি ৫ বছরের পরিকল্পনা করতেন। যা  জিয়াউর রহমান, বেগম জিয়া বিএনপি বাতিল করেছিল। কিন্তু তারঁ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু আপনাদের জন্যই নয়, আপনাদের নাতী  পুতিদের নিয়েও ভাবেন। যার  নেতৃত্ব মানুষকে  বাচাঁর অধিকার ও উন্নয়ন দেখিয়েছে। ৩০ অক্টোবর মঙ্গলবার দুপুরে ফতুল্লা কাইয়ুমপুরস্থ নারায়ণগঞ্জ রেজিস্টার অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ নিবন্ধন মহাপরির্দশক ড.  খান মো.  আবদুল মান্নানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, সংরক্ষিত এমপি হোসনে আরা বাবলী,জেলা প্রশাসক  রাব্বি মিয়া, উপ সচিব নাজমুল হক শ্যামল, মো.মাজবুবুর রহমান, রেজিস্ট্রি কর্মকর্তা সাদেকুন্নাহার, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল  ইসলাম, চেম্বার  অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল, মহানগর আওয়মী লীগের যুগ্ম সম্পাদক শাহ  নিজাম, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি সাফায়েত আলম সানি প্রমুখ।

তিনি আরো বলেন, বিগত ৫  বছরে  রেজিস্ট্রি  অফিসের অনেক হতাশা  দূর হয়েছে। দলিল লিখকদের বয়স সীমা ৬৫ বছর করা হয়েছে, নকল পারিশ্রামীক বৃদ্ধি, বালাম সংকট দূরিকরন সহ অনেক উন্নয়ন হয়েছে। তাই এ ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো  প্রধানমন্ত্রী হিসেবে র্নিবাচিত করবেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ আদালতে পাবলিক প্রসিকিউটর এড. ওযাজেদ আলী খোকন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, বার এর সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক মো. মহসিন মিয়া, জাতীয় মহীলা লীগের সভাপতি শিরিন বেগম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজি মো. ইয়াসিন, শহর যুবলীগের শাহাদাত হোসেন সাজনু, জেলা জাতীয় পার্টি’র আহ্বায়ক আবুল জাহের, মহানগর সদস্য সচিব আকরাম আলী শাহিন, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি কাজি মো. মহসিন, সাধারণ সম্পাদক মো. শেখ ফরিদ ও  প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত