নারায়ণগঞ্জ বার্তা ২৪ : তরুণ সাংবাদিক, সংগঠক শাহরিয়াজ শুভ্র হত্যা মামলার আরেক আসামি মো. রবিন (২৮) কারাগারে মারা গেছে। বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলা কারাগারে স্ট্রোক করে মারা যায় ওই আসামী। এর আগে একই মামলার প্রধান আসামি আল আমিনও কারাগারে মারা যায়।
নিহত মো. রবিন ওরফে রিকশা রবিন সিদ্ধিরগঞ্জের দক্ষিন নিমাইকাশারী এলাকার বাবুল মিয়া খানের ছেলে। সে শুভ্র হত্যাকান্ডে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি প্রদান করেছিল।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার সুভাষ কুমার ঘোষ জানান, বুধবার রাতে রবিন হঠাৎ স্ট্রোক করেন। তখন তাকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২০১৭ সালের ৮ সেপ্টেম্বর ভোরে ছিনতাইকারীদের কবলে পড়ে খুন হয় শাহরিয়াজ শুভ্র। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করে। তবে দুই বছরেও শেষ হয়নি এই হত্যার বিচারকার্য। এরই মধ্যে মারা গেছে দুই আসামি।
নিহত শুভ্র সদর উপজেলার ফতুল্লা লালপুর এলাকার মাদ্রাসা শিক্ষক মো. কামাল উদ্দিনের ছেলে। সে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফতুল্লা থানার প্রাথমিক সদস্য। শুভ্র স্থানীয় দৈনিক যুগের চিন্তা পত্রিকায় কর্মরত ছিল।