শুক্রবার বিক্ষোভ মিছিলের ঘোষণা হেফাজতে ইসলাম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : হেফাজতে ইসলাম ৮ মার্চ শুক্রবার রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে। ৭ মার্চ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

হেফাজতে ইসলাম শুক্রবার রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

আরও বলা হয়, হেফাজত আমির শাহ আহমদ শফীর নির্দেশে ঢাকা মহানগর হেফাজত শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ করবে। ঢাকা মহানগর হেফাজতের সভাপতি নূর হোছাইন কাসেমী এ বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করবেন।

এর আগে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন খেলাফত আন্দোলনের কর্মীরা। পরে সমাবেশ শেষে রাশেদ খান মেননের ছবিতে জুতাপেটা করে অগ্নিসংযোগ করেন আন্দোলনকারীরা।

সমাবেশে নেতারা বলেন, এমন জঘন্য বক্তব্য দিয়ে রাশেদ খান মেনন সংসদ সদস্য পদে থাকার যোগ্যতা হরিয়েছেন। অবিলম্বে তাকে সংসদ থেকে বহিষ্কার করতে হবে।

add-content

আরও খবর

পঠিত