শীতলক্ষ্যায় নৌকা ডুবি, নারী-শিশুসহ আহত-৫

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শীতলক্ষ্যায় তেলের জাহাজের সাথে সংঘর্ষে যাত্রীবাহী নৌকা ডুবিতে নারী ও শিশুসহ পাঁচ জন আহত হয়েছে। এ ঘটনায় জাহাজ ও জাহাজের চালককে আটক করা হয়। বৃহষ্পতিবার (১৭ জানুয়ারি) সকালে শহরের ১নং সেন্ট্রাল ঘাট এলাকায় ঘটনাটি ঘটে।

নারায়ণগঞ্জ নৌ থানার ওসি নেওয়াজ উদ্দিন আহম্মেদ জানান, সকাল ১১টায় ১নং সেন্ট্রাল ফেরিঘাট থেকে শিশু ও নারীসহ ১২জন যাত্রী নিয়ে একটি নৌকা বন্দর ঘাটের উদ্দেশ্যে রওয়ানা হয়। নৌকাটি বন্দর ঘাটে পৌঁছানোর আগে সামান্য দূরত্বের মধ্যে মোক্তারপুর থেকে আসা ওটি মদিনা ফাইভ নামে একটি তেলবাহী জাহাজের সংঘর্ষ হয়। এতে যাত্রীসহ নৌকাটি ডুবে যায়। যাত্রীদের চিৎকারে আশে পাশের নৌকার মাঝিরা যাত্রীদের উদ্ধার করে। এসময় শিশু, নারী ও মাঝিসহ ৫জন আহত হয়। পরে নৌ পুলিশ ঘটনাস্থল থেকে তেলের জাহাজ ও জাহাহের চালক শিমুলকে আটক করে। এঘটনায় কোন নিখোঁজের খবর পাওয়া যায়নি।

add-content

আরও খবর

পঠিত