শীতলক্ষ্যায় ট্রলার ডুবিতে নিখোঁজ-১

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শীতলক্ষ্যায় সিমেন্ট বোঝাই ট্রলার ডুবির ঘটনায় জুয়েল নামে একজন নিখোঁজ রয়েছে। ঘটনার পর থেকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযানে চালিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা। শনিবার (৩০ মার্চ) সকালে শীতলক্ষ্যা নদীর ৫ নং ঘাটে এ ঘটনা ঘটে । নিখোঁজ জুয়েল নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার বৈদ্যারগাঁও গ্রামের চান মিয়ার ছেলে।

নৌ-পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষে বন্দর উপজেলায় গড়ে উঠা আকিজ সিমেন্ট কারখানা থেকে বিসমিল্লাহ পরিবহন নামের একটি ট্রলার শনিবার ভোরে ১ হাজার ৭শ বস্তা সিমেন্ট নিয়ে চাদঁপুরের মতলবের উদ্দেশ্যে রওনা দেয়। সিমেন্ট বোঝাই ট্রলারটি শীতলক্ষ্যা নদীর পাঁচ নং ঘাট এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী কার্গো জাহাজের ধাক্কায় মাঝ নদীতে ডুবে যায়।

এ সময় সিমেন্ট বোঝাই ট্রলারে থাকা দুই শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নদীতে তলিয়ে যায় জুয়েল নামের এক শ্রমিক।

নারায়ণগঞ্জ নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, সিমেন্ট বোঝাই ট্রলারটি ডুবে যাওয়ার খবর পাওয়ার পর পরই নৌ পুলিশের উদ্ধার কর্মীরা বিআইডাব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুুবুরিদের সাথে নিয়ে নদীতে তল্লাশি শুরু করে। ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করা হলেও নিখোঁজ জুয়েলের এখনো সন্ধান পাওয়া যায়নি।

add-content

আরও খবর

পঠিত