নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ৮ জুলাই রাত ১০ টায় এ ঘটনা ঘটে। এসময় ট্রলারটিতে অর্ধশতাধিক যাত্রী ছিলো। ট্রলারটি নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাট থেকে মদনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল। পরে মাঝনদীতে গেলে ট্রলারটি ডুবে যায়।
এ ঘটনায় ট্রলারের সাথে বিভিন্নস্থানে আঘাত লেগে প্রায় ১০ জন যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে রমজান (২৫), জ্যোৎস্না (৩০), তানভীর (১৭), আজিজ (৩৫), আব্বাসউদ্দিন (৫৫), নাদিম (১৯) , উসমান গনী (৪০), জনি (২২), পারভেজ, সুজন (১৯), ইমন (২২), দ্বীন ইসলাম (৩৫), মো. আশিক, শফিকুল ইসলামকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) ১ শত শয্যা বিশিষ্ট হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
এর মধ্যে অন্তত ২ জন নিখোঁজ রয়েছে বলে স্বজনদের কাছে জানা গেছে। ঘটনাস্থলে নৌ ফারি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়। তবে স্বজন ও সাধারন মানুষ ক্ষুব্দ হওয়ায় টান টান উত্তেজনা বিরাজ করে। পরে রাত ১২টায় ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ বন্ধ করে চলে যায়।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, প্রতিনিয়তই অতিরিক্ত যাত্রী বোঝাই করে এসব ট্রলারে নদী পারাপার করা হয়। যে কারণে আজকেও ট্রলার দিয়ে নদী পারাপারের সময় ভাঙ্গার শব্দ শোনা যায়। এসময় যাত্রীরা আতংকে এদিক সেদিক ছুটাছুটির চেষ্টা করলে একদিকে পানি উঠতে শুরু করে। যাত্রীরা অনেকেই নদীতে নেমে যায়। পরে ট্রলারটি ডুবে যায়।
এ ব্যপারে নৌ ফারি ওসি নিয়াজুল জানায়, এমন সংবাদ পাওয়ার পরই আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। উদ্ধার কাজে তারা সার্বিক সহযোগীতা করছে। কেউই হতাহত নেই। তবে এ সংবাদ লিখা পর্যন্ত একজন নিখোঁজ রয়েছে বলে তিনি দাবি করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. হাসানুল আলম জানান, কতজন নিখোঁজ আছে কিংবা কোনো নিখোঁজ আছে কিনা তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। প্রত্যক্ষদর্শীরা বলছে বেশ কিছু যাত্রী নিখোঁজ আছে। তারপরও আমরা তৎপরতা চালাচ্ছি। প্রয়োজনে সোমবার আবারও উদ্ধার তৎপরতা চালাবো।