নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর প্রতিনিধি ) : শীতলক্ষ্যায় নোঙ্গর করে রাখা এমবি সজল-তন্ময়-২ একটি জাহাজ থেকে স্কুল ছাত্র রিতুল ঘোষের (১৪) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪জনকে আটক করেছে পুলিশ। ২৭ জুলাই (শনিবার) দুপুর দেড়টায় শহরের ৫নং খেয়াঘাট এলাকার এমবি সজল-তন্ময়-২ নামে জাহাজ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। শহরের দেওভোগ এলাকার দুলাল ঘোষের ছেলে নিহত রিতুল ঘোষ বিদ্যানিকেতন হাই স্কুলের অষ্টম শ্রেনির ছাত্র।
নিহতের পরিবারের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, শুক্রবার দুপুর ১টায় ৪ বন্ধুর সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় রিতুল। ওই চারজনকে আটকের পরে তারা জানায় ৫ বন্ধু শীতলক্ষ্যা নদীর ৫নং খেয়াঘাট এলাকায় গোসল করতে গিয়ে একে অন্যকে ধাক্কা দেয়। জাহাজ থেকে লাফিয়ে নদীতে গোসল করে। এক পর্যায়ে রিতুলকে না পেয়ে বাসায় চলে আসে।
তিনি বলেন, পানিতে ডুবে না আঘাতের কারণে মৃত্যু হয়েছে সেটা ময়নাতদন্তের পর সঠিক ভাবে বলা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।