নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শীতলক্ষ্যা নদী থেকে বৃহস্পতিবার (১৬ মে) রাতে চার হাজার ৬২০ লিটার চোরাই তেলসহ ছয়জনকে আটক করেছে র্যাব। আটকরা হলো, আবুল হোসেন, মাসুম গাজী, আলাল মিয়া, মজিবুর রহমান, আব্দুল বারেক ও ফয়সাল। এ সময় দুলাল ও আব্দুল খান নামে দুইজন পালিয়ে গেছে। চোরাই তেল বহনে ব্যবহৃত একটি নৌকা আটক করা হয়েছে।
র্যাব-১১ এর সহকারী পরিচালক এএসপি মোস্তাফিজুর রহমান জানান, গোয়েন্দা সংবাদে নারায়ণগঞ্জ সদরের ৫ নম্বর ঘাট এলাকার শীতলক্ষা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে তেল চোর চক্রের ছয়জনকে আটক করা হয়। আটকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জাহাজ থেকে কৌশলে তেল চুরি করে আসছে। এসব চোরাই তেল তারা বিভিন্ন ব্যবসায়ীদের কাছে বিক্রি করে থাকে। অভিযানে পালিয়ে যাওয়া দুইজনকে আটকে কাজ করছে র্যাব। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।