শীতলক্ষ্যার তীরে কোল্ড স্টোরেজসহ গুঁড়িয়ে দেয়া হলো অবৈধ স্থাপনা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ের কাঁচপুরের কুতুবপুরে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীর দখল করে গড়ে ওঠা হক কোল্ড স্টোরেজের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ। এসময় অবৈধ বালু ব্যবসা প্রতিষ্ঠানের জব্দকৃত বালু এক লাখ টাকায় নিলামে বিক্রি করা হয়।

বুধবার (২১ আগস্ট) সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শীতলক্ষ্যায় তৃতীয় দফায় দ্বিতীয় দিনের মত উচ্ছেদ অভিযান চালায় সংথাটির ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, নদীর একটি অংশ দখল করে গুদাম গড়ে তোলায় হক কোল্ড স্টোরেজের অবৈধ স্থাপনা ভেংগে গুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়া নদীর তীর দখল করে গড়ে উঠা অবৈধ বালু ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করে তাদের মালামাল জব্দ করে নিলামে বিক্রি করে দেয়া হয়েছে।

বিআইডব্লিউটি-এর নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল জানান, শীতলক্ষ্যার তীর দখল করে গড়ে উঠা সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীকে দখলমুক্ত করা হবে। দখলরীরা যতো প্রভাবশালী হোক কাউকে ছাড় দেয়া হবে না। আগামী রবিবার পর্যন্ত চারদিন ব্যাপী এ উচ্ছেদ অভিযান চলবে।

বিআইডব্লিউটি- এর নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামালের তত্বাবধানে পরিচালিত উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন যুগ্ম-পরিচালক সাইফুল হক খান, উপ-পরিচালক মো.শহিদুল্লাহ, সহকারী পরিচালক এহতেশামুল পারভেজসহ অন্যান্য কর্মকর্তারা।

add-content

আরও খবর

পঠিত