নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে শিশু ও নারী উন্নয়নে সচেতনামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীনে জিওবি খাতের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের নিয়ে দিন্যাব্যাপী ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জানুয়ারি) জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার শুরুতে স্যানিটেশন, পরিবেশ সুরক্ষা, জন্ম নিবন্ধন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে দীর্ঘ আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম বিল্লাহ।
মা ও শিশু স্বাস্ব্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, শিশুর পানিতে ডুবা বিষয়ে কর্মশালায় উপস্থিতিদের সচেতন করেন নারায়ণগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. ফাতেমা শিরিন। সবশেষে যৌতুক এবং বাল্য বিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামিজা ইয়াসমিন।
জেলা তথ্য অফিসার সিরাজউদ-দৌলা খানের পরিচালনায় কর্মশালায় অংশগ্রহণ করেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনোয়ারা সুরুজ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহানা বেগম, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট নূরজাহান, সহকারী তথ্য অফিসার সেলিম মাহমুদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, একুশের কাগজ ডটকম সম্পাদক এম এ মান্নান ভূঁইয়া, মানব কল্যাণ পরিষদ মহাসচিব মো. সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাব পাঠাগারের অর্থ সম্পাদক মোহাম্মদ হোসেন, জাতীয় লেখক কল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক আয়শা আক্তার, ডব্লিউওএসই এর সভানেত্রী মাহফুজা আক্তার, জাতীয় মহিলা সংস্থা নারায়ণগঞ্জ সদরের সভাপতি রেখা, এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, দৈনিক আলোকিত সকালের স্টাফ রিপোর্টার মনির হোসেন সুমন, ভ্রমণগাঁও দু:স্থ কল্যাণ মহিলা সমিতির সভানেত্রী আলেয়া বেগম, আরবান সংস্থার নির্বাহী পরিচালক ডা: দিল আফরোজ, সোহার নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম ঢালীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, সদস্য ও এনজিও কর্মকর্তাগণ।