শিশু আ‌শিক‌কে প‌রিবা‌রের হা‌তে তু‌লে দি‌তে চান নারায়ণগঞ্জ পু‌লিশ

নারায়ণগঞ্জ বার্তা ২৪  : নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় আশিক নামে একটি শিশু পাওয়া গেছে। ৭ই জুন সোমবার দিবাগত রাত ১টার দি‌কে সাইনবোর্ড মোড়ে আশিক নামে ওই ছেলেটিকে পাওয়া যায়। শিশু আ‌শিক‌কে তার প‌রিবা‌রের হা‌তে তু‌লে দি‌তে পরিবারের সন্ধানে সকলের সহযোগিতা চেয়েছে নারায়ণগঞ্জ জেলা পু‌লিশ। ছেলেটি বর্তমানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রয়েছে।

জানা গেছে, সোমবার দিবাগত রাত আনুমা‌নিক ১টার দি‌কে সাইনবোর্ড মোড়ে আশিক নামের এ ছেলেটিকে পাওয়া যায়। তার বাবার নাম জালাল। পেশায় একজন বাস চালক বলে জানায়। তবে তার বাসা যাত্রাবাড়ীর আশপাশে বললেও সুনির্দিষ্টভাবে বলতে পারে না। তার ভাই মারুফ (বাসের হেলপার) এর সাথে সোমবার বিকালে সাইনবোর্ড মোড় এলাকায় এসে হারিয়ে যায়। তার পরিবারের কোন সন্ধান পেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের কন্ট্রোলরুম ০১৩২০০৯০২৯৮ অথবা ০১৩২০০৯০৩৬৫ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হল।

add-content

আরও খবর

পঠিত