শিশু আলিফ হত্যা মামলায় ঘাতক অহিদের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ শহরের জল্লারপাড় এলাকার ৪ বছরের শিশু শিহাব উদ্দিন আলিফ হত্যা মামলায় একমাত্র আসামি অহিদ মিয়ার মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। ২২ জুলাই সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক আনিসুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন বলেন, আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। একই সঙ্গে সারাদেশে যে হারে গুম খুন হচ্ছে সে বিবেচনায় স্পর্শকাতর ও দুর্ধর্ষ হত্যাকাণ্ডের মামলাগুলো গুরুত্ব সহকারে পরিচালনা করছে রাষ্ট্রপক্ষ।

নিহত শিশু সন্তান আলিফের মা সালমা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, আমি এ রায়ে খুশি । মামলার রায় দ্রুত কার্যকর করার জন্য সরকারের কাছে দাবি যানাচ্ছি।

ঘাতক অহিদ আদালতকে জানান, তিনি পেশায় রাজমিস্ত্রি। তার অর্থের প্রয়োজন ছিল বিধায় তিনি আলিফকে অপহরণ করেছিলেন। কিন্তু পরে জানাজানি হওয়ার ভয়ে তিনি আলিফকে হত্যা করে লাশ বস্তায় ভরে রেখে পালিয়ে যান।

উল্লেখ্য যে, ২০১৮ সালের ১৬ আগষ্ট শিশু আলিফ তার নিজ বাড়ির সামনে খেলা করার সময় নিখোজ হয়। পরে বিকাল ৫ টার দিকে প্রতিবেশি খোকন আলীর বাড়ির ভাড়াটিয়া অহিদ মিয়ার তালাবদ্ধ রুম থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু আলিফের দুই হাত বাঁধা ও মুখে রুমাল গুঁজে দেওয়া ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও ছিল।

আগের দিন দেশে ফিরে আসা নিহতের বাবা সৌদি প্রবাসী আলমগীর হোসেন বাদী হয়ে পরে ১৭ আগষ্ট নিহত আলিফের বাবা নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অহিদকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করে। এরপর পুলিশ অভিযান চালিয়ে ৩১ আগষ্ট আসামি অহিদকে ব্রাহ্মনবাড়িয়ার আখাউড়া এলাকা থেকে গ্রেফতার করে।

১ সেপ্টেম্বর বিকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালতে ঘাতক অহিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করা হয়।

add-content

আরও খবর

পঠিত