নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : সদর উপজেলার সৈয়দপুর কবরস্থান এলাকা থেকে শিশু সুফিয়াকে (ছদ্মনাম) কে অপহরণের ঘটনায় অভিযুক্ত সোলায়মান (৪০) কে ২ দিনের রিমান্ডে নিয়েছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। বুধবার (১৩ মার্চ) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলম এর আদালতে আসামীকে ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ২ দিনে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্ত আসামী সোলায়মান খুলশী মতিঝর্ণা লাল মতির বাড়ি এলাকার আহম্মদ মিয়া ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে গত ১৬ ফেব্রুয়ারি বিকাল ৫ টায় বাদীনি ফাতেমার মেয়ে সুফিয়া (ছদ্মনাম) সৈয়দপুর কবরস্থান গলিতে বাচ্চাদের সাথে খেলাধূলা করার সময়ে অপহরণ করে নিয়ে গিয়ে অজ্ঞাতনামা স্থানে আটক করে রেখেছে। বাদীনি আসামীর সম্পর্কে স্বামীর ভগ্নীপতি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক মো. আশাদুর রহমান বলেন, আসামী সোলায়মান এর নিকট থেকে অপহরণকারী সুফিয়াকে (ছদ্মনাম) উদ্ধারের জন্য ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তথ্যাদি সংগ্রহের জন্য ২ দিনের রিমান্ডে নেয়া হচ্ছে।