শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আগামী শনিবার (১৯ জানুয়ারি) জেলার পাঁচটি উপজেলায় (সিটি করপোরেশন এলাকা ব্যতিত) ৩ লাখ ১০ হাজার ৪৩৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার (১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালায় এ তথ্য জানান নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. এহসানূল হক।

সভায় জেলা সিভিল সার্জন জানান, এবার নারায়ণগঞ্জ জেলার ৫টি উপজেলায় (সিটি করপোরেশন ব্যতিত) ৬-১১ মাসের ৩৬ হাজার ৭৯  জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এব ১২-৫৯ মাস বয়সের ২ লাখ ৭৪ হাজার ৩৫৪ জন শিশুকে একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন উপলক্ষে ১ হাজার ৫৬ টি স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্র, ১৫ টি ভ্রাম্যমান কেন্দ্রে অর্থাৎ ১ হাজার ৭১টি টিকাদান কেন্দ্রে সরকারি/ বেসরকারি/ বিভিন্ন সংস্থার ২ হাজার ১৪২ জন (প্রতিকেন্দ্রে ২ জন) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী, শিক্ষক ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি আরো বলেন, সবার সহযোগিতায় শিশুমৃত্যু হার অনেক কমে গেছে। স্বাস্থ্য বিভাগের অনেক অর্জন রয়েছে। এ অর্জনকে আমাদের ধরে রাখতে হবে। প্রত্যন্ত অব্জলসহ এলাকার কোনো শিশু যাতে বাদ না পড়ে তা নিশ্চিত করতে হবে। এ জন্য অভিভাবকদেও বেশি সচেতন হওয়া জরুরী।

তিনি আরো বলেন, ভিটামিন এ ক্যাপসুলের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। খাওয়ানোর আগে কোনো অবস্থাতে এ ক্যাপসুল কাটা যাবে না। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের সময় কুচক্রী মহল যাতে কাজে বাধাগ্রস্থ না করতে পারে সে ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোহাম্মদ আমিনুল হক, জেলা ইপিআই কর্মকর্তা মো.লুৎফর রহমান, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন কুমার দেবনাথ, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো.শাকির হোসেন, সিসিটি আনোয়ার হোসেনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভিটামিন এ সম্পর্কিত প্রেজেন্টেশন করেন  মেডিক্যাল অফিসার ডা.আফরোজা আক্তার পলি।

add-content

আরও খবর

পঠিত