শিকড় কল্যানমূলক সংগঠনের উদ্যোগে পরিষ্কার অভিযান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : এই স্কুল আমার, পরিষ্কার রাখার দায়িত্বও আমার এ স্লোগানকে সামনে রেখে একটি অরাজনৈতিক কল্যানমূলক সংগঠন শিকড় এর উদ্যোগে ২৮ ও ২৯ নং না.গঞ্জ আদর্শ বালক বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনবিদ্যালয় সংলগ্ন মাঠে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ২০ সেপ্টেম্বর শুক্রবার সকালে নারায়ণগঞ্জের দেওভোগ পানির টাংকি এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান কর্মসূচী সারাদিন ব্যাপী এই আয়োজন করা হয়। আসুন, আজ থেকেই প্রতিজ্ঞা করি, একটি ময়লাও যত্রতত্র নয় এ স্লোগানকে সামনে রেখে যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস পরিহার ও মানুষকে সচেতন করতে অরাজনৈতিক কল্যানমূলক সংগঠন শিকড় মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে।

এদিকে শুক্রবার সকালে অরাজনৈতিক কল্যানমূলক সংগঠন শিকড় ২৮ ও ২৯ নং না.গঞ্জ আদর্শ বালক বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন, বাথরুম, শ্রেনীকক্ষ ও বিদ্যালয় সংলগ্ন মাঠে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শিকড় এর উপদেষ্টা মো. শাহ্ আব্দুল হালিম ও অন্যান্য উপদেষ্টাবৃন্দ এছাড়াও আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. আজিজুল ইসলাম দিনার, সা. সম্পাদক খাইরুল ইসলাম রয়েল, রিদয়, সুমন, সেলিম, হাসিব, রিয়াজুল, রাসেল, মিঠু ও অন্যান্য সদস্যবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত