শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ই‌তিহাস বই প্রদান কর‌লেন কাউন্সিলর বাবু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মু‌ক্তিযুদ্ধের ইতিহাস বই বিতরণ করেছেন নাসিক ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু। মঙ্গলবার (৫ মার্চ) দুপু‌রে পাইকপাড়া বালক\বা‌লিকা সরকারী প্রাথ‌মিক বিদ্যাল‌য়ে এ বই বিতরণ করা হয়। নারায়ণগঞ্জ সি‌টি কর‌পো‌রেশ‌নের সৌজ‌ন্যে বিদ্যালয়‌টির শতা‌ধিক শিক্ষার্থী এ বই গ্রহন ক‌রে।

এসময় শিক্ষার্থীদের উদ্দ্যেশে কাউ‌ন্সিলর আব্দুল ক‌রিম বাবু ব‌লেন, বই‌টি তোমা‌দের নতুন প্রজ‌ন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । যার কারণে মু‌ক্তিযুদ্ধ হ‌য়ে‌ছে। এ দেশ স্বাধীন হ‌য়ে‌ছে। তি‌নি হ‌লেন আমা‌দের জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান। ত্রিশ লক্ষ শহী‌দের বি‌নিম‌য়ে এ দেশ। তাই এসব জান‌তে হ‌লে মু‌ক্তিযুদ্ধের ই‌তিহাস বই‌টি তোমা‌দের পড়‌তে হ‌বে।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক আ‌রিফা ইয়াস‌মিন, সুরাইয়া আক্তার, তান‌জিমা আফ‌রিন, মোক‌লেসুর রহমান।

add-content

আরও খবর

পঠিত