শিক্ষকের আত্মীয়ের বাসা থেকে অপহৃত শিক্ষার্থী উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে অপহরণের ১৮ দিন পর আরিফা আক্তার সিনথিয়া (১৫) নামে স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ জানুয়ারি) তাকে নারায়ণগঞ্জে এনে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় অপহরণকারী পলাতক রয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) দিনগত রাতে মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ীর আলদী বাজার এলাকায় দশম শ্রেণির এ ছাত্রীকে তার প্রাইভেট শিক্ষকের খালার বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।

সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) শামীম হোসেন বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে অপহৃত ছাত্রীকে অপহরণকারীর খালার বাসা থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণকারী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

গত ২৫ ডিসেম্বর ছাত্রীর প্রাইভেট শিক্ষক রিয়াজ শেখ তাকে অপহরণ করে নিয়ে যায় বলে ছাত্রীর বাবা সোলাইমান বাদী হয়ে সদর মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছিলেন।

add-content

আরও খবর

পঠিত