নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ- ৪ আসনের এমপি এককেএম শামীম ওসমানকে প্রধান উপদেষ্টা করে আগামীতে গঠন হবে শ্রমিকলীগ এমন প্রস্তাব রেখে ব্যংক কর্মকর্তা ও সাবেক শ্রমিক নেতা আব্দুল কাদির বলেছেন, আজকে এই শোকসভা থেকে আমি সকলকে আহ্বান করতে চাই, আসুন শুক্কুর ভাই যে আদর্শ রেখে গেছেন, আগামীদিনে শ্রমিক বান্ধব ও শিল্পকে সচল রাখতে নারায়ণগঞ্জ অঞ্চলে নেতৃত্ব গড়ে তোলতে, আগামীতে যে ই নেতৃত্ব দেক না কেন, একেএম শামীম ওসমানকে প্রধান উপদেষ্টা করে শ্রমিকলীগের কমিটি গঠন করতে হবে। তাহলে দেখবেন শ্রমিকরা ন্যয্য মূল্য পাবে, শিল্পকরখানায় অরাজকতা হবে না।
বুধবার (১২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় দুই নং রেল গেইট সংলগ্ন অগ্রবানী ব্যাংকের কোর্ট রোড শাখায় জাতীয় শ্রমিকলীগের সভাপতি প্রয়াত শুক্কুর মাহমুদের শোকসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার শিল্পবান্ধব সরকার, শ্রমিক বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের শিল্প কারখানা এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এগিয়ে যাবে। তাই এই ধারা অব্যাহত রাখতে সকলকে এগিয়ে আসতে হবে।