নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচার প্রচারনা। প্রচারনাকে ঘিরে ব্যস্ত সময় পার করছে নেতাকর্মীরা। শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টায় ফতুল্লা থানাধীন ওয়ার্ড এলাকায় যুবলীগ নেতা মিজানুর রহমান মিজানের নেতৃত্বে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী এ.একে.এম শামীম ওসমানের পক্ষে প্রচারনা চালায় নেতাকর্মীরা। এছাড়াও ৭, ৮ ও ৯নং ওর্য়াড এলাকায় স্থানীয়দের নিয়ে বিশাল শোডাউন করেন।
এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, কোন কান কথা আপনারা শুনবেন না। কারন নির্বাচন বানচাল করতে একটি ষড়যন্ত্রকারী মহল উঠে পড়ে লেগেছে। আমাদের দল নেত্রী শেখ হাসিনা দেশকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে পরিচিত করেছে। কিন্তু বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক জিয়া নির্বাচনকে ঘিরে অনেক অচেনাকে মানুষকে নমিনেশন দিয়েছেন, করেছেন নমিনেশন বাজিন্য। সারা দেশে প্রায় ২০০ জন অচেনা মানুষকে তারা নমিনেশন দিয়েছেন। কারন তাদের অনেক টাকা দরকার।
তারা আরো বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে শেখ হাসিনার নির্দেশে ও শামীম ওসমানের নেতৃত্বে আমৃত্যু রাজপথে থাকবো। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে, ততদিন পর্যন্ত আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যাতে করে ষড়যন্ত্রকারীরা কোন ষড়যন্ত্র করতে না পারে। আমরা রাজপথে আছি এবং থাকবো।
এসময় উপস্থিত ছিলেন, এনায়েতনগর ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মতি প্রধান, বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন, ৭নং ওয়ার্ড মেম্বার জাকারিয়া হোসেন জাকির, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা খিজির আহম্মেদ, গোবিন্দ মন্ডল, যুবলীগ নেতা মন্টু প্রমুখ।