নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ফতুল্লা ৭,৮,৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী রণজিৎ মন্ডল ও ৭নং ওয়ার্ড মেম্বার মো. হাজি জাকারিয়া জাকির ওর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে এমপি শামীম ওসমানের জনসভায় যোগদান করেছেন । শনিবার (২ মার্চ ) বিকেল সাড়ে ৩টায় নগরীর ২নং রেলগেইট এলাকার মিডটাউন শপিং কমপ্লেক্সের সামনে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসমাবেশের আয়োজন করা হয়। এসময় একটি বিশাল বর্ণাঢ্য মিছিল নিয়ে নেতাকর্মীদের হাতে ব্যানার ফেস্টুন আর স্লোগানে মুখরিত করে তুলেন রাজপথ। মিছিলটিতে হাজারো লোকের সমাগম ছিল। এতে অংশ নেয় আওয়ামী লীগ, যুবলীগ সহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।